তারিখ : অক্টোবর, ২৭, ২০১৮, | নিউজটি পড়া হয়েছে :
১,০৮০ বার
সাদ্দাম হোসেন শুভ-নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জনসভায় যোগদান করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিকদার মোঃগোলাম রসুল । শনিবার (২৭ অক্টোবর) দুপুর ২ টায় পাগলা থেকে সিকদার মোঃগোলাম রসুলের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। পরে সেখান থেকে যৌথ ভাবে পাঁয়ে হেটে মিছিল নিয়ে শামীম ওসমানের মুল জনসভায় গিয়ে যোগদান করেন। এ সময় শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে মিছিলে অংশ নেতা নেতাকর্মীরা। মিছিলটিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।