তারিখ : অক্টোবর, ২৭, ২০১৮, | নিউজটি পড়া হয়েছে :
১,২২৫ বার
এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে একেএম হাসেম-মতিয়া শিক্ষা তহবিলের উদ্দ্যেগে কৃর্তি শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেষ্ট ও আর্থিক অনুদান দেয়া হয়েছে। অনুষ্ঠানে ঝালকাঠিতে একেএম হাসেম-মতিয়া শিক্ষা তহবিলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদুত ও সচিব একেএম ফারুকের সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান খান, সার্ক দি পিপল নির্বাহী পরিচালক বেগম শাহজাদি কহিনুর, হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌহিদুল আলম ও প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। অনুষ্ঠানে ৯৬ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সর্ম্বধনা দেয়া হয়। শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। পরে সার্ক দি পিপল সংগঠনের পক্ষ থেকে এক দুস্থ মহিলাকে সেলাই মেশিন দেয়া হয়।