রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এর আগে দুপুর ২টায় গুলশান-১ নম্বরের ৫২ নম্বর সিলভার টাওয়ারের ১০ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, ভবনটির একটি ফ্লোর থেকে কালো ধোয়া বেরুলে আতঙ্কে রাস্তায় নেমে আসেন সেটির বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।