উজ্জীবিত বাংলাদেশ নিউজ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে দাবরিয়ে বেড়াচ্ছে আসিফ । তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকার জনসাধারন।
এলাকাবাসী সূত্রে জানা যায় পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকায় মৃত সম্ভুর ছেলে সোর্স আসিফ। রবিবার বেলা ১২ টার সময় পেচা রনির স্ত্রী মাদক সম্রাজ্ঞী পপির বাসা থেকে তিনজন মহিলা রাস্তা দিয়ে যাবার পথে সোর্স আসিফ তাদের আটক করে। পরে মহিলাদের নিয়ে উক্ত এলাকর চান মিয়ার বাড়ীতে ভিতরে নিয়ে যায় ঘরের দরজা বন্ধ করে পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে তাদের দেহ তল্লাশী করে বিপুল পরিমান ইয়াবা পায়। পরে তাদের থানার ভয় দেখিয়ে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের ছেরে দেয় । তাদের যেনো কোন সমস্যা না হয় এর জন্য এলাকা থেকে গাড়ী বাড়া করে এলাকা থেকে বিদায় করে দেন এলাকার সোর্স পরিচয় দানকারী আসিফ।
এ খবর এলাকায় ছড়িয়ে পরলে সোর্স আসিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে আমাদের জানান মহিলাদের সাথে (২০ হাজার) পিস ইয়াবা পেয়েছে সে। তখন তাকে প্রশ্ন করা হলো? পুলিশকে জানিয়েছে কিনা এমন কথার জবাবে তিনি বলেন আমি ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামরুল হাসান কে জানানোর পরেও তিনি আসে নাই।
পরবর্তীতে আমারা কামরুল হাসানের সাথে যোগাযোগ করে জানতে পারি সে কামরুলের কোনো সোর্স না এবং তিনি চিনেনও না। তারপর কামরুল হাসান এসে সোর্স আসিফ কে জিজ্ঞাস করলে আসিফ ১০০ পিস ইয়াবার কথা শিকার করে। তারপর কমরুল হাসান দুইদিনের মধ্যে ১শত পিস ইয়াবা ফেরত দেওয়ার শর্ত দিয়ে চলে যায়।
এলাকাবাসীর অভিযোগ সোর্স পরিচয়ে প্রতিনিয়ত যাকেতাকে ধরে চেক করে এইসব নামধারী পুলিশের সোর্সেরা জন্য অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী এইসব পুলিশের কাছে জানানোর পরেও কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না তারা।এলাকাবাসী আরো বলেন আমরা থানায় গিয়ে দেখতে পাই সোর্সদের মাধ্যমে সেন্ট্রির কাজও করানো হয়। তাদের বিরুদ্ধে কথা বললে বিনা অপরাধে হয়রানীর শিকার হতে হয়। এই ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপারে হস্তক্ষেপ কামনা করেন অত্র এলাকার সাধারণ জনগণ। সোর্স আসিফের শিকারকৃত (২০হাজার)পিস ইয়াবার ভয়েস রেকর্ডটি অত্র প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।