পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২-২৬ মে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারই প্রথমবারের মতো কমলাপুরের বাইরে পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করবে বলে জানানো হয়।
এর মধ্যে স্টেশনের বাইরে রাজধানীর ফুলবাড়িয়া রেলওয়ে কল্যাণ ট্রাস্ট ও মিরপুর পুলিশলাইন এবং বিমানবন্দর, বনানী ও জয়দেবপুর রেলস্টেশনে আগাম টিকিট মিলবে। ঈদ-ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত।
ঈদ উপলক্ষে ৩৩টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে এবার যুক্ত হচ্ছে ১২টি ঈদ স্পেশাল ট্রেন। অতিরিক্ত যাত্রীবহনে ১৩৮টি যাত্রীবাহী বগিও সংযুক্ত করা হবে। এবার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, দুর্ভোগ কমাতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। ঈদের সবকটি ট্রেন সিডিউল অনুযায়ী চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।