তারিখ : মার্চ, ২০, ২০১৯, | নিউজটি পড়া হয়েছে :
৪৮২ বার
রাজধানীতে সুপ্রভাত বাসের চাপায় বিইউপি ছাত্র আবরার আহমেদের মৃত্যুর পর থেকেই সড়কে নেমেছিল শিক্ষার্থীরা। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে দুর্ঘটনাস্থল প্রগতি সরণিতে অবস্থানরত বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে গিয়ে তিনি এ সংহতি প্রকাশ করেন।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন আজকের (মঙ্গলবার) মতো স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পুলিশ, ওই এলাকার কাউন্সিলর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে অনুরোধে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
বিইউপি সহকারী রেজিস্ট্রার মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ, ওই এলাকার কাউন্সিলর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষার্থীরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছে। আমরা তাদের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
শিক্ষার্থীরা জানান, আজকের মতো আন্দোলন স্থগিত করা হলেও আগামীকাল বুধবার (২০ মার্চ) সকাল ৮টা থেকে আবারও আন্দোলন শুরু করা হবে। একই সঙ্গে সারাদেশের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকা থেকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেয়ায় সন্ধ্যা ৬টার পর থেকে প্রগতি সরণিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।