নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতারা পলাতক থেকে নারায়ণগঞ্জেকে অস্থির করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের থেকে নেতাকর্মীদের ওপর এসেছে নানা নির্দেশনা। এসব নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে গডফাদার শামীম ওসমানের নির্দেশ মোতাবেক সিদ্ধিরগঞ্জে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আবুর বিরুদ্ধে।
আওয়ামী লীগ নেতা আবুল কালাম আবু নাসিক ৬নং ওয়ার্ডের আদমজীর সিবিএ নেতা আওয়ামী লীগ নেতা প্রয়াত রেহান উদ্দিনের ভাই। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। ০৫ আগস্টের পর তিনি পলাতক থাকলেও গ্রেফতার অভিযান না থাকায় শামীম ওসমানের নির্দেশে এলাকায় ফিরে গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের সক্রিয় করে যাচ্ছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতা পলাতক ও গা ঢাকা দিলেও নাসিক ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল কালাম আবু ৫ আগস্টের পর সাময়িক নিশ্চুপ থাকলেও, এখন অনেকটা বেপরোয়া। দুইটি হত্যা মামলার আসামী, অথচ পুলিশ তাকে গ্রেফতার করে না! অনেকটা নির্ভয়ে তিনি গোপনে সাবেক ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়ে সিদ্ধিরগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার জন্য কাজ করছেন।পাশাপাশি, ৬নং ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হওয়ার প্রচেষ্টাও চালিয়েছেন তিনি।কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ এবিষয়ে রহস্যজনক নীরব ভূমিকা পালন করায় ছাত্র হত্যা মামলার বাদী, সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আহত ও নিহতদের পরিবার এবং সাধারণ মানুষ যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন।এই প্রতিবেদকের সাথে এ বিষয়ে কথা বলেন মামলা দু’টির বাদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এলাকাবাসী। তারা আবুল কালাম আবুর এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় চরম হতাশা ব্যক্ত করেন।