প্রেস বিজ্ঞপ্তি:- গতকাল ২৭/০৪/২০২৫ তারিখে “জামায়াত নেতার সহযোগিতায় জমি দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা ” শিরোনামে এটিএন নিউজ চ্যানেলে একটি সংবাদ প্রচারিত হয় যা সম্পুর্ন অসত্য ও ভিত্তিহীন। এক প্রতিবাদ লিপিতে মুহামদ আব্দুল মালেক বলেন সংবাদে আমাকে ও আমার সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে কাল্পনিক, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে আমার মেজ ভগ্নিপতি মজিবুর রহমান সিকদার ১৯৮৪ সালে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ড এর সবুজবাগে মৃত আ: লতিফের কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করেন, একই বছর আমার আপন চাচার কাছ থেকে এবং অন্য আরেক জন থেকে ১১ শতাংশ সহ মোট ১৮ শতাংশ জমি কিনে বসত ঘর তৈরী করে দীর্ঘ ৪১ বছর যাবত বসবাস করে আসতেছেন। উক্ত জমি তার নিজ নামে মিউটেশন রেকর্ডভুক্তও করা হয়। আমার বড় ভাগিনা সাইফুল ইসলাম রাসেল ২০০৯ সালে মেরিন একাডেমীতে পড়া কালে কিছু জমি আবুল কালাম নামে একজনের কাছে বিক্রি করা হয়। এবং উক্ত আবুল কালাম তার নামে আবার মিউটেশন রেকর্ড করায়। আমার ভাগিনা রাসেল ২০২৩ সালে উক্ত বিক্রয় করা জমি পুনরায় ক্রয় করে এবং তার নামে বিএস রেকর্ড করায়।
সাইফুল ইসলাম রাসেল তার উক্ত ক্রয়কৃত জমিতে তিন মাস আগে থেকে ভবন করার প্রস্তুতি নিচ্ছিলেন, গত ১৬ এপ্রিল থেকে আনুষ্ঠানিক কাজ শুরু করা হয়, কিন্তু ২৫/০৪/২০২৫ তারিখ ১ম বিক্রেতা আ: লতিফের মেয়ের ঘরের নাতনী ভুয়া দলিলের দাবী তুলে আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করে, অসি সাহেবের মধ্যস্ততায় সিদ্ধান্ত হয় তারা ভুয়া দলিল প্রমান করতে পারলে আমরা জমি ফেরত দিব উভয় পক্ষের সালিশগন যে সিদ্ধান্ত দেয় আমরা তা মেনে নিব।
কিন্তু ইতোমধ্যে Barguna masum news24 নামক একটি ফেসবুক পেইজ থেকে সম্পুর্ন অজ্ঞতাবশত একটি ভুয়া রিপোর্ট পোস্ট করে যাতে সত্যের লেশমাত্র নাই। এছাড়া উক্ত মৃত আ: লতিফের নাতনী লিমা সোহাগ বিশ্বাস নামে এটিএন নিউজের একজন সাংবাদিককে দিয়ে আমাকে ফোন দেয়ায় এবং সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং অশালীন আচরণ করে যা আমার জন্য মারাত্মক মানহানিকর এবং অপমানজনক। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ভগ্নিপতির উদ্যোগে গতকাল সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক ভাইদেরকে সঠিক তথ্য প্রদান এবং জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র উপস্থাপন করা হয়।
কিন্তু গতকালই উক্ত সাংবাদিক সোহাগ বিশ্বাস জমি দাতা আ: লতিফের নাতনী লিমার সাথে যোগসাজসে একটি ভুয়া রিপোর্ট তৈরী করে এটিএন বাংলায় প্রচার করে। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই রিপোর্ট করানোর পিছনে মূল কলকাঠি নাড়ছেন এবং টাকা পয়সা দিচ্ছেন আমার ভগ্নিপতির প্রতিবেশী আক্কাস চৌকিদার। যে আক্কাছ চৌকিদার ওয়াপদার রাস্তা অবৈধ দখল করে এবং পৌরসভার কোন প্লান ছাড়াই ভবন নির্মাণ করেছেন। আমার ভাগিনা যাতে ভবন তৈরী করতে না পারে তাতে বাধা দেয়ার জন্য সে লিমাকে ঢাকা থেকে টাকা পয়সা খরচ করে এলাকায় এনেছেন। উক্ত লিমা আওয়ামী ফ্যাসিবাদের দোসর এবং তাই সুযোগ পেয়ে জামায়াতে ইসলামীকে হেয় করা এবং জামায়াতের একজন দায়িত্বশীল হিসেবে আমাকে অপদস্থ করাই তার উদ্দেশ্য। এই জমির দলিল ভুয়া হলে বিগত ৪১ বছরে তারা কেন একবারও শালিশ বিচার করায় নাই অথবা আদালতে মামলা করে নাই।
৪১ বছর ভোগ দখল করা জমি হঠাৎ করে এসেই কোন প্রকার তথ্য প্রমান ছাড়া এবং কোন আদালতের আশ্রয় না নিয়ে ভুয়া দাবী করা সম্পুর্ন বে-আইনী এবং অন্যায়। এহেন অন্যায় আচরণের জন্য এটিএন নিউজ চ্যানেল ভুল স্বীকার করে আমার এই প্রতিবাদ প্রচার করা এবং সংশ্লিষ্ট প্রতিবেদক ক্ষমা না চাইলে আমি আমি উক্ত প্রতিবেদকের বিরুদ্ধে আদালতের আশ্রয় নিতে বাধ্য হবো