প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান। তিনি সংবাদ সম্মেলনের বক্তব্য ও সংবাদকে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক বলে আখ্যায়িত করেছে । এই মিথ্যা সংবাদের চেলেঞ্জ করে মজিবুর রহমান বলেন, বরগুনা মাসুম নিউজ ২৪ এর সম্পাদক যদি প্রতিবাদ ও নিন্দা তাদের নিউজ পোর্টালে ছাপিয়ে দুঃখ প্রকাশ না করে তাহলে আমি তাদের বিরুদ্ধে মামলা করব।”
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
আমি মো: মজিবর রহমান, আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ড সবুজবাগে আমার বাসা, ১৯৮৪ সাল থেকে ৪১ বছর আগে সবুজবাগে আ: লতিফের কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করি, একই বছরে অন্য পার্টি থেকে আমি ১১ শতাংশ জমি সহ মোট ১৮ শতাংশ জমি ক্রয় করি, যাহা আমার নামে মিউটেশন রেকর্ড হয়েছে। ২০০৯ সালে আমি কিছু জমি আমার বড় ছেলেকে মেরিনে ভর্তির সময় আবুল কালাম এর কাছে বিক্রয় করি যাহা ২০২৩ সালে আমার ছেলে নিজ নামে ক্রয় করে ফেরত নিয়ে আসেন, যাহা বিএস খতিয়ানে রেকর্ডভুক্ত হয়েছে। গত ১৫ দিন পুর্বে আমার ছেলে তার উক্ত ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করেন, আমার ছেলে জাহাজে অবস্থান করায় আমি কাজ দেখাশোনা করি। গতকাল ২৫/০৪/২০২৫ তারিখ উক্ত আ: লতিফের নাতনী আমার দলিল ভুয়া মর্মে আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করে যাহা সম্পুর্ন মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত। গত ৪১ বছর যাবত আমি বসত ঘর করে বসবাস করতেছি। আমার জমির চার পাশেই অন্যান্য মালিকের পাকা ভবন এবং রাস্তা রয়েছে। এহেন অবস্থায় ৪১ বছর পর আমার কাজে বাধা প্রদান করা আমাকে হেয় প্রতিপন্ন করা এবং অপমান অপদস্ত করাই একমাত্র উদ্দেশ্য। Barguna masum news24 নামে একটি নিউজ পোর্টাল আমার নামে যে মিথ্যা অভিযোগ দিয়ে রিপোর্ট করেছে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, উক্ত চ্যানেলের এডমিন যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে আমি মানহানি মামলা করতে বাধ্য হবো। এছাড়া উক্ত আ: লতিফের নাতনী বিভিন্ন সাংবাদিক ও ব্যক্তিদের দিয়ে আমাকে এবং আমার নিকট জনকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, যদি সে এহেন কাজ বন্ধ না করে তাহলে আমি তার বিরুদ্ধেও আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবো।