সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের চলছে অপরাধীদের গ্রেফতারের জন্য “অপারেশন ডেভিল হান্ট” কার্যক্রম। ৫ আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তার সাথে পালিয়ে যায় বিগত ১৭ বছরে দেশের অপরাধ জগতের হোতারা। সেই অপরাধীরা দেশের বাহিরে থেকে দলীয় নেতাকর্মীদের যে নির্দেশনা দিচ্ছেন তা শুনেই দেশের প্রত্যন্ত স্থানে নানাবিধ অপরাধ চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলার অন্যান্য থানাগুলোতে ডেভিল হান্টের কার্যক্রম চোখে পড়ার মত হলে ব্যতিক্রম শুধুমাত্র ফতুল্লা ও সদর মডেল থানাতে। এখানে আওয়ামীলীগের ডেভিলগুলো বিএনপির নেতাকর্মীদের আত্মীয়স্বজন কিংবা বন্ধু হওয়ার সুবাদে সাধারন ক্ষমা পেয়ে গোপনে তারা তৈরী হচ্ছে অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য এমনটাই মনে করছেন শান্তিকামী সাধারন মানুষ।
সাধারন মানুষের দাবী, শেখ হাসিনার পলায়নের মাত্র ৮ মাসের মাথায় গত কয়েকদিন যাবত সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে কয়েকস্থানে। ঝটিকা মিছিল করতে গিয়ে অনেক ডেভিল গ্রেফতারও হয়েছেন পুলিশের হাতে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন মিথ্যা ও বানোয়াট সংবাদগুলো ভারতীয় গনমাধ্যমে ঢালাওভাবে প্রকাশ করছে। যে কারনে বাংলাদেশের অন্তবর্তী সরকার অত্যন্ত দক্ষতার সাথে সবকিছু তদারকি করছেন। ভারতের মিথ্যা সংবাদের জেরে সরকার দেশে থাকা সংখ্যালঘুদেরকে প্রচুর নিরাপত্তা দিচ্ছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী স্বৈরাশাসকের অন্যতম সদস্য গডফাদার খ্যাত শামীম ওসমান ও নগনমাতা খ্যাত সেলিনা হায়াত আইভীর আস্থাভাজন দোসররা অনেকটা প্রকাশ্যেই চলাচল করেছেন তাদের অনেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা দায়ে মামলারও আসামী হয়েছেন। তারা এখন নিজেদেরকে বড়মাপের সনাতনী নেতা বানাতে বিভিন্ন ব্যানারে মিটিং চালিয়ে যাচ্ছেন। আর সেই মিটিংগুলোতে আওয়ামীলীগকে আবারো সুসংহত করার লক্ষে বিদেশে থাকা শামীম ওসমানের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছেন। তবে তাদের মধ্যে কয়েকজন সনাতনী নেতারা বিএনপির নেতাদেও সাথে আতাত রেখে নিজেদেরকে রক্ষার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। সাবেক মেয়র আইভী ও শামীম ওসমান এবং সেলিম ওসমানের আস্থাভাজনরা এখনও তৎপর রয়েছে আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য।
একাধিক সুত্রে জানা যায় যে, অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম থেকে একেবারে মুক্ত রয়েছে আওয়ামী ডেভিলরা। বিগত ১৭ বছরে গডফাদার শামীম ওসমান ও সাবেক মেয়র আইভী সহ তার সঙ্গীদের পাশে থেকে ভুমিদস্যুতা,ঝুট সেক্টর ও চোরাই তেলের ব্যবসায়ীরা এখনও নিরাপদে নির্বিগ্নে রয়েছেন শুধুমাত্র সনাতন ধর্মের লোক হওয়ার সুবাদে।
শিপন সরকার শিখন ২০০১ সনের পরে বিএনপি সরকারের আমলে বিএনপি নেতা বদিউজ্জামান বদুর পিয়ন হিসেবে কাজ করতেন। বিএনপি ক্ষতমা হারালে তখন তিনি জাতীয় পার্টির কিছু নেতার ছায়া নেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে এই সরকার ক্ষমতা থাকা কালিন সময়ে ২০১২ সনের দিকে শিপন উকিল পাড়া বৈশাখি হোসিয়ারিতে ছাপার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেই শিখন সরকার নারায়ণগঞ্জের প্রভাবশালি পরিবারের আশীবার্দে হিন্দু স¤প্রদায়ের নেতা বনে এসি রুমে থাকেন।
হিন্দু স¤প্রদায়ের মাঝে থেকে অভিযোগ উঠেছে জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারন সম্পদক শিখন সরকার শিপন দুই বছরের বেশি দায়িত্বে থাকার পরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেন নাই। বর্তমানেও মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতার আর্শিবাদে বহাল তবিষতে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর শামীম ওসমানের পাশে থেকে হামলা চালালেও শুধুমাত্র সনাতনী ধর্মের নেতা হওয়ার সুবাদে বিগত সময়ে সকল অপরাধগুলো মুক্ত হয়ে গেছে।
রনজিত মন্ডল যিনি নারায়ণগঞ্জের অপরাধের শিরোমনি গডফাদার শামীম ওসমানের আর্শীবাদে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হিসেবে থেকে চোরাই তেল,ভুমিদস্যুতা ও ঝুট সেক্টর নিয়ন্ত্রন করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ে ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত কয়েকটি মামলারও আসামী এ রনজিত মন্ডল। শুধুমাত্র সংখ্যালঘুর সাইনবোর্ডটি কাধে থাকার সুবাদে এবং স্থানীয় বিএনপির নেতাদের আশ্রয়ে সে এখনও পর্যন্ত প্রকাশ্যেই চলাচল করছেন। গত প্রায় দুই মাস আগে নাকি হিন্দু নেতাদেরদেরকে তার বাড়িতে ডেকে এনে একটি গোপন সভাও করেছেন। নেই সভাকে হিন্দু নেতৃবৃন্দ ছাড়াও সাবেক মেয়র আইভীর ছোটভাই আলী রেজা উজ্জল এবং যুবলীগ নেতা বড় মিজান ও গাফফারও নাকি উপস্থিত ছিলেন এমন একটি গুঞ্জনও রয়েছে বাড়ৈভোগ এলাকা জুড়ে।
আমলাপাড়ার সুজন সাহা যিনি সাবেক সাংসদ শামীম ওসমানের বন্ধু এবং আওয়ামীলীগ নেতা। বিগত ১৭ বছরে সাংসদ শামীম ওসমানের ক্ষমতার প্রভাবে সুজন সাহা ও তার ভাতিজা অয়ন ওসমানের ঘনিষ্ট বন্ধু ছাত্রলীগ নেতা রনজিত সাহা। পিতা-পুত্রের প্রভাবে চাচা-ভাতিজার দাপটই ছিলো আলাদা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে চাচা-ভাতিজা দুইজনই পিতা-পুত্রের সাথে থেকে দমাতে চেষ্টা করেছেন। পাশাপাশি মাসদাইর পৌর শ্মশানের গুরুত্বপুর্ন পদ ভাগিয়ে নিয়ে শ্মশানের অভ্যন্তরে অনিয়মের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন এ সুজন সাহা। বর্তমানে চাচা-ভাতিজা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও সনাতন ধর্মের হওয়ার সুবাদে অপারেশন ডেভিল হান্টেও তারা পুরোটাই নিরাপদে রয়েছেন।
নগরীর নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা সংকর সাহা যিনি সাবেক মেয়র ডা.আইভীর ঘনিষ্টজন হিসেবেই বিগত ১৭ বছর ছিলেন দাপুটে। মাসদাইর পৌর শ্মশানের সভাপতি দাবীদার হয়ে তার নেতৃত্বে কয়েকজন সনাতন ধর্মের নেতার কাছে জিম্মি ছিলো শ্মশানে আগতরা। ৫ আগষ্টের আগেও সংকর সাহা ছিলেন মেয়র আইভীর ঘনিষ্টজন। সেই সুবাদেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালিয়েও তারা বর্তমানে নিরাপদে রয়েছেন। মেয়র আইভীর সাথে সখ্যতা গড়ে তুলে সিটি কর্পোরেশন থেকে অনেক কাজ ভাগিয়ে নিতেন একজন কাউন্সিলরের সার্বিক সহযোগিতায়। প্রায় মাস খানেক সময়ে ধরা চলতে অপারেশন ডেভিল হান্টে সংকর সাহারা রয়েছেন নিরাপদে শুধুমাত্র সনাতনী হওয়ার সুবাদে। আর অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে অপর হিন্দু নেতা রনজিত মন্ডলের বাড়িতে গোপন মিটিংও করছেন এ সনাতন ধর্মের নেতৃবৃন্দ। সাথে রয়েছেন অনেক যুবলীগ নেতারা।
তবে নারায়ণগঞ্জের শান্তিকামী মানুষের দাবী,আইন তো সবার জন্য সমান। কে হিন্দু বা কে মুসলমান সেটাতো আইন বিবেচনা করেনা। যদি আইন সবার জন্য সমান হয়ে থাকে তাহলে আওয়ামী ডেভিল সনাতন ধর্মালম্বী-রনজিত মন্ডল-শিখন সরকার-সুজন সাহা-সংকর সাহাগং কেনই এতটা নিরাপদে রয়েছে তার উত্তরটুকু আমরা প্রশাসনের কাছে চাই। আমরা চাই অপারেশন ডেভিল হান্টে সাবেক সাংসদ শামীম ওসমান-মেয়র আইভীর সকল আওয়ামী ডেভিলদেরকে দ্রæত গ্রেফতার করা হোক।