সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নিচে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ লেডি মাস্তান নাসিক ৬নং ওয়ার্ড যুবমহিলা লীগ নেত্রী শায়লার ভাতিজা পারভেজ (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। সে আইলপাড়া এলাকার শীর্ষ মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত।
এছাড়া যুবমহিলা লীগ নেত্রী লেডি মাস্তান শায়লা, তার ভাই দুলাল, সেলিম, ভাতিজা রাব্বি সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকব্যবসার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাঁদের বাড়ি থেকে মাদকসহ গ্রেফতার করেছে। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নিচে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ হাতে নাতে পারভেজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামি কে কোর্টে প্রেরণ করা হয়েছে।