নারায়ণগঞ্জের ফতুল্লায় শতাধিক মাদক স্পটে মাদকদ্রব্য বেঁচা কেনা ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। প্রতিটি মাদক স্পটে হাত বারালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ নানা প্রকার মাদকদ্রব্য। এমন কথা জানিয়েছে ফতুল্লার সচেতন মহল।
বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পুলিশিং কার্যক্রম ভেঙ্গে পরার সুযোগে ফতুল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে ওঠে তাদের রামরাজত্ব কায়েম করছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ডিআইটি মাঠ,গরুর হাট ও লঞ্চ ঘাট, লালপুর, রেল লাইন বটতলা, খাঁ বাড়ী, পাইলট স্কুল মাঠ, সরদার বাড়ী কবরস্থানের পাশে, পুরান ক্যালিক্স স্কুল সংলগ্ন, ফতুল্লা রেলষ্টশন, জোড় পুল, ব্যাংকলনী, পিলকুনী পাঁচতলা, সেহাচর তক্কার মাঠ,পিলকুনী বিসমিল্লাহ মাঠ,লালখাঁ বুড়ির গ্যারেজ সংলগ্ন, লালখাঁ পিটি আই ভবন সংলগ্ন, স্টেডিয়াম বাউল ক্লাবের সামনে, শিবু মার্কেট, দরগাহ বাড়ী মসজিদ সংলগ্ন, পাগলা রেলষ্টেশন ,চিতাশাল, রসুলপুর, আলীগঞ্জসহ শতাধিক মাদক স্পটে জমে উঠেছে মাদকের হাট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উল্লেখিত মাদক স্পটে চলে মাদক বেঁচাকেনা।
মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে ফতুল্লার বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। সে সাথে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটছে ।
সচেতন মহল জানিয়েছে, ফতুল্লায় মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। ৫ আগস্টের পর থেকে উল্লেখিত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এক চাটিয়ে মাদক ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে।
পুলিশিং কার্যক্রম সিথিল থাকার কারনে প্রতিটি মাদকস্পটে প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। এ অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য উল্লেখিত যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ফতুল্লার সচেতন মহল।