নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগ কান্দা ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর দুর্ধর্ষ ক্যাডার হানিফ, রাহাত,আলভী গংদের হামলায় গুরুতর রক্তাক্ত জখম হয়েছে সাইপ্রাস প্রবাসী আব্দুল বারেক।
আব্দুল বারেক গণমাধ্যম কর্মীদের জানান,আওয়ামী লীগ সরকারের শাসনামল হতে নিন্মলিখিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা আমার নিকট হতে চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা না দেওয়ায় এর আগেও তিন-চারবার আমার ছেলে ও পরিবারের লোকদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছিল।
৫ আগষ্টের পর উল্লেখিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা রাতারাতি ভোল পাল্টে বিএনপির কিছু লোককে অর্থের বিনিময়ে ম্যানেজ করে এলাকায় নানান অপকর্ম করে আসছে।
আড়াইহাজার থানায় এ ব্যাপারে দুইটি অভিযোগ দায়ের করা হলেও অফিসার ইনচার্জ এনায়েত হোসেন আসামি পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করায় আবারো আমার উপর হামলা করা হলো। আমি দীর্ঘদিন সাইপ্রাসে থেকে নিজ গ্রামে একটি বাড়ি নির্মান করি। তখন থেকেই হানিফ,রাহাত,আলভী গং চাঁদা দাবী করে আসছিল। দিতে অস্বীকার করায় আবারো হত্যার উদ্যোশ্য আমার উপর হামলা করা হলো। নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন ডেবিল মতিন ভূইয়ার ও হালিম ভূইয়ার সেকেন্ড ইনকমান্ড হানিফ ও আলভী। মূর্তিমান আতংক বাবু,মতিন ভূইয়া ও হালিম ভূইয়ার আশকারা পেয়ে দুর্ধর্ষ হয়ে উঠে হানিফ,রাহাত,আলভী বাহিনী। এদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না।
এ ব্যাপারে মৃত সুবেদ আলীর পুত্র এম এ বারেক আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাতে তিনি উল্লেখ করেন ,বিবাদী ১। মোঃ হানিফ (৩৩) ২। মোঃ রাহাত (৩০) উভয় পিতা মোঃ ইসমাইল গং সহ আরো ২/৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীগন অত্যন্ত বদমেজাজি, দাঙ্গাবাজ এবং সন্ত্রাসী প্রকৃতির লোকজন হয় বটে। তাহারা বিভিন্ন বিষয়ে একাধিক মামলার আসামী। উক্ত বিবাদীগণ সর্বদা আমার উপর আক্রোশ পূর্ণ মনোভাব পোষণ করত। আমাকে দৈহিক ভাবে অত্যাচার নির্যাতন করিয়া থাকে এবং বিভিন্ন সময়ে আমার নিকট নগদ টাকা চাঁদা দাবী করিয়া থাকে। আমি বিবাদীগণকে চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদীরা আমাকে প্রাণ নাশের হুমকী প্রদর্শণ করে।
২৩-০৪-২০২৫ তারিখে বিকাল অনুমান ৩.০০ ঘটিকায় ১ নং ও ২ নং বিবাদীদ্বয় গ্রামের কুচক্রী মোঃ রফিকুল ইসলাম (৫৫) পিতা মৃত সুরুজ মিয়া এর ইন্ধনে আমার বাড়ীর সামনে আসিয়া আমার নিকট নগদ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদীদ্বয় আমাকে মারপিট শুরু করে। ঐ সময় ১ নং বিবাদী আমার বাম চোখে সজোরে ঘুষি মারিলে আমি চোখে কিছু দেখিতে না পাইয়া মাটিতে লুটিয়ে পড়ি এবং চোখে রক্ত জমাট বাঁধা জখমে আহত হই। তখন বিবাদীদ্বয় আমার দেহের বিভিন্ন স্থানে কিল ঘুষি ও লাথি মারিয়া নীলা ফুলা জখম করে। আমাকে বাঁচাইতে আমার স্ত্রী জুলেখা (৫০) আমার উপর ঝাপিয়ে পড়িলে বিবাদীদ্বয় আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং কিল ঘুষি মারিয়া নীলা ফুলা জখমে আহত করে। বিবাদীরা আমার স্ত্রীকে ঠেলা ধাক্কা ও টানা হেঁচড়া করিয়া মারাত্মক শ্রীলতাহানি করে। বিবাদীরা আমাকে এবং আমার স্ত্রীকে আবার সুযোগ পাইলে জীবনে মারিয়া ফেলিবে বলিয়া হুমকী দিয়া চলিয়া যায়।
আমরা বর্তমানে জান মালের চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন বারেক।