রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নাজমুল হাসান বাবু গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নাজমুল হাসান বাবুর বন্ধ জানান, নিজেই মটরসাইকেল চালিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার বাসায় আসার পথে একটি প্রাইভেটকার গাড়িটি সজোরে ব্রেক করলে তার সঙ্গে ধাক্কা লাগে। এতে নাজমুল হাসান বাবু আহত হন। তাঁর হাত-পা কেটে যায়। এ ছাড়া মাথায় সামান্য আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাসায় নেওয়া হয়েছে। তিনি সকলের কাছে দ্রুত সুস্থতা কামানায় দোয়া পার্থনা করেন।