
ফতুল্লার মাসদাইর কবরস্থান সংলগ্ন শোভন গার্মেন্টস এর মালিক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জোড়পুর্বক জমি দখল করার লক্ষে জমির মালিকদের উপর সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জমির মালিক মৃত.ছলিমউল্লার স্ত্রী কুলসুম বেগম ফতুল্লা মডেল থানায় সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মৃত.ছলিমউল্লার স্ত্রী কুলসুম বেগম উল্লেখ করেন যে,,শোভন গ্রুপের মালিক মো.সিদ্দিকুর রহমান,তার পিএস রুহুল আমিন,আবুর ছেলে স্বপন,ইব্রাহিমের ছেলে রনি,মৃত.হারুনের ছেলে বুলেট,শাহাবুদ্দিনের ছেলে সুমন উল্লেখিত বিবাদীগন আমাদের পাশ্ববর্তী এলাকার বাসিন্দা। ১নং বিবাদী সিদ্দিকুর রহমান গার্মেন্টস মালিক। ১নং বিবাদী সিদ্দিকুর রহমান আমার বাড়ির শেষ সম্বল জোরপূর্বক ক্রয় করার জন্য দীর্ঘ দিন যাবৎ পায়তারা করে আসছিলো। আমি ১নং বিবাদীর নিকট আমার সম্পত্তি বিক্রয় করতে অস্কীকৃতি জানালে সিদ্দিকুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নিবে মর্মে বিভিন্ন ভয়-ভীতি ও খুন জখমের হুমকি ধামকি প্রদান করে আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৬ টায় ১নং বিবাদীর নির্দেশে অন্যান্য বিবাদীগনদের সহিত সঙ্গবদ্ধ হয়ে লাঠি সোডা, কাঠের ডসা এবং দেশিয় অস্ত্র-স্বস্ত্রে ও পিস্তল নিয়ে সজ্জিত হয়ে বে-আইনি জনতাবদ্ধ দলবদ্ধ হইয়া আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসা হইতে আসবাবপত্র বাহির করে চলে যাওয়ার জন্য জন্য ভয়-ভীতি প্রদান করে। এ নিয়ে আমি বিবাদীদের সাথে প্রতিবাদ করিলে ১নং বিবাদীর নির্দেশে ৩ থেকে ৬নং বিবাদী লাঠি ও কাঠের ডাসা দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে পিটাইয়া নীলা ফোলা জখম করে। এ সময় আমার চিৎকারে ঘরে থাকা মেয়ে শিল্পী (৩০) ও ছেলে মোঃ স্বপন (৪৮) এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথারী ভাবে পিটাইয়া গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করেন এবং বিবাদীগন ঘরের ভিতরে প্রবেশ করিয়া ভাংচুর ও ঘরে থাকা ১০ ভড়ি ওজনের স্বর্ণালঙ্কার মূল্য অনুমান-১৫ লক্ষ টাকা এবং নগদ ১২ লাখ টাকা নিয়া নেয় ও ভাংচুর করিয়া প্রায় ৩৫ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে।
এ সময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন হুমকি দেয় যে, তাদের নিকট জমি বিক্রয় করিয়া চলিয়া না গেলে আমাদের জীবনের তরে শেষ করিয়া ফেলিবে মর্মে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করে চলে যায়। তাদের হামলায় আমার মেয়ে ও ছেলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩শ শষ্যা বিশিষ্ট খানপুর জেনারেল হাসপাতালে গিয়া চিকিৎসা করাই। বিবাদীদের অব্যাহত হুমকির কারনে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে আমি আমার সম্পত্তি রক্ষায় এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপার মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি।