
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব। এ আয়োজনে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক, কর্মী এবং নানা শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে যমুনা ডিপো সামনে থেকে ঘুরে ফের ক্লাবের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাইনুদ্দিন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম, সাধারন সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, সাংবাদিক কামাল হোসেন, সুমন আহমেদ, মোখলেসুর রহমান তোতা, লিজা আক্তার।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহŸায়ক মোঃ মনির হোসেন, সদস্য সচিব মনির হোসেন, যুগ্ম আহবায়ক ফজলুল হক পলাশ, মোঃ আশরাফুল হক আশু, নজরুল ইসলাম সুজন, আনোয়ার হোসেন সজীব, জুয়েল চৌধুরী, মরিয়ম আক্তার রুমা, কার্যকরী সদস্য রনজিত মোদক, সদস্য আবু সাঈদ, জাপানী মনির হোসেন, গিয়াস উদ্দিন প্রমুখ।