
জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গনঅভ্যুথ্থানে বিগত ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনা গত ৫ আগষ্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাকে অনুসরন করে দলীয় অনেক এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়েছেন আবার অনেকে আত্মগোপনেও রয়েছে। আর এখনও প্রকাশ্যে অনেক ডেভিল ঘুরে বেড়াচ্ছে বিএনপি নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এমনটাই অভিযোগ সাধারন মানুষের। কেউ কেউ মোটা অংকের টাকা বিনিময়ে বিএনপির পদ-পদবী পেয়েছেন আবার কেউ কেউ সামান্য টাকার বিনিময়ে সাময়িক নিরাপত্তায় রয়েছে।
তেমনী একজন হলেন এনায়েতনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের সাবেক গডফাদারখ্যাত সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী হাবিবুর রহমান লিটন।
তথ্যানুসন্ধানে জানা যায়, এফবিসিআইসি’র সাবেক সহ- সভাপতি এবং ১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে কিছুদিনের সাংসদ এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলীর ভাতিজা আওয়ামী ডেভিল হাবিবুর রহমান লিটন তৎকালীন সাংসদ শামীম ওসমান ও তার চাচার সহযোগিতায় এনায়েতনগর ইউপির উপপনির্বাচনে কৌশলে নামমাত্র নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ওসমানীয় সা¤্রাজ্যের অন্যতম অধিপতি হয়ে নানা প্রকার কাজ করেন। যেখানে শামীম ওসমান সেখানে চেয়ারম্যান লিটন এমনটাই বুলি হয়ে উঠেছিলো পুরো এনায়েতনগর জুড়ে।
জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ের কয়েকটি মামলারও আসামী হয়েছেন এ ডেভিল লিটন। আওয়ামী রনাঙ্গনের ডেভিল লিটন বর্তমানে বিএনপি নেতা পরিচয়ের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ১২ এপ্রিল ফতুল্লা ডিআইটি মাঠে তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র অবকাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে বিশাল জনসভার আয়োজন করেছিলো ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী সংগঠন। সেইদিনের সেই জনসভাতেও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.আবু তাহের আজাদের ব্যানারে একটি মিছিল নিয়ে ডিআইটি মাঠে যান এ ডেভিল হাবিবুর রহমান লিটন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছেন সেই দিনের সেই সমাবেশের জন্য তৈরী করা মঞ্চে উঠতে দেয়া হয়নি আওয়ামী ডেভিল লিটনকে। এমনটাই দাবী করেন সভাস্থলে আসা অনেক বিএনপি নেতৃবৃন্দ। রাগে ও ক্ষোভে সেই দিন মাঠ ত্যাগের সময় কিছু গনমাধ্যমকর্মী তাকে ঘিরে ধরলেও একটু পরে আসছি অযুহাতে মাঠ থেকে বের হয়ে যান লিটন।
নাম প্রকাশে অনিচ্ছুক থানা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, আসলে বিগত সময়ে লিটন তার চাচা মোহাম্মদ আলী সাহেব ও শামীম ওসমানের বদৌলতে চেয়ারম্যান হয়েছিলেন। তার পর থেকে বর্তমানে পলাতক সাবেক এ সাংসদের সাথেই সখ্যতা গড়ে নিয়মিতভাবে চলতেন লিটন। আওয়ামী দুঃশাসনামলে বিএনপির ৯৮ ভাগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকার কারনে তারা কেউ বাসাবাড়ি-কিংবা এলাকাতে থাকতে পারেনি। সেই আওয়ামী ডেভিল লিটন এখন কিভাবে এলাকাকে থেকে পুর্বের ন্যায় এখনও বীরদর্পে চলাচল করছেন তা বোধগম্য হচ্ছেনা। এখন সেই ডেভিল কিভাবে বিএনপির ব্যানারের সামনে থেকে মিছিল নিয়ে সভাস্থলে যায় এবং বিএনপি নেতার হওয়ার স্বপ্ন দেখেন তা বুঝতে পারছিনা।
তারা আরও বলেন, লিটনের চাচা বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলীর কারনেই নাকি সে প্রকাশ্যে রয়েছে। কারন তিনি এক সময় বিএনপি থেকে কিছুদিনের জন্য এমপি হয়েছিলেন। যার কারনে একেবারেই নিরাপদ রয়েছেন লিটন চেয়ারম্যান। তাদের দাবী বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত কয়েকটি মামলা আসামী এ হাবিবুর রহমান লিটন। পুলিশের চোখের সামনে ঘুরে বেড়ালেও ডেভিল ও বৈষম্যবিরোধী মামলা আসামী লিটনকে গ্রেফতারের ক্ষেত্রে ফুলিশের ভুমিকা যেন “ধরি মাছ না ছুই পানি’র” মত অবস্থা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি যে কোন আওয়ামী দোসরকে বিএনপিতে ঠাই দেয়া না হয়। আমরাও চাই লিটনের মত ডেভিলকে যেন ফতুল্লা থানা বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় না দেয়া হয়। পাশাপাশি থানা পুলিশের প্রতি অনুরোধ প্রকাশ্যে চলাচলকারী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় দায়ে আসামী হাবিবুর রহমান লিটনকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক।