
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত মামলার আসামী বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখা ফতুল্লা ইউনিটের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের অত্যাচারের অতিষ্ঠ সাধারণ ট্যাংকলরী সাধারন শ্রমিকরা।
৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের পট পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখা ফতুল্লা ইউনিটের সাধারন শ্রমিকদের ভাগ্য। শ্রমিকদের কল্যান ফান্ডের নামে চাঁদা উত্তোলন হলেও তা চলে যাচ্ছে সংগঠনের সাধারন সম্পাদক সালাউদ্দিনের পকেটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখার শ্রমিকদের অভিযোগে জানা যায়, বিগত স্বৈরাচার আওয়ামিলীগ সরকারের আমলে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের আস্থা ভাজন ফতুল্লা ফাজেলপুর এলাকার মৃত এলাহী মাদবরের ছেলে ও বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার অন্যতম এজাহার ভুক্ত আসামী সালাউদ্দিন বিগত দিনের ন্যায় বর্তমানেও বীরদর্পে চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি। একটি প্রভাবশালী মহলের শেল্টারে চাঁদা সালাউদ্দিন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন বলে জানা যায়। তাকে চাঁদা না দিলে সাধারন শ্রমিকদের উপর চলে নির্যাতন। সাধারণ শ্রমিকরা আরও অভিযোগ করেন দেশের বিভিন্ন জেলা থেকে তেল নিতে ট্যাংলরী গুলো থেকে জনৈক শহিদ নামের এক লোকের মাধ্যমে যমুনা অয়েল কোম্পানীর থেকে তেল লোড করে গেইট দিয়ে বের হলেই প্রতি গাড়ি থেকে মোটা অংকের চাঁদা আদায় সহ জোড়পুর্বক তেল নামিয়ে রাখেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তারা আরও জানান,৫ আগষ্টের আগে ৭ হাজার লিটার ধারন সম্পন্ন একটি লড়ি থেকে ৪ শত টাকা এবং এর অধিক সম্পন্ন একটি লড়ি থেকে ৭/৮ টাকা আদায় করা হলেও বর্তমানে তা ৮ শত এবং ১২ শত টাকা হারে আদায় করছে। এছাড়াও উক্ত লোডের টাকা টাকাও অতিরিক্ত আরও ২৫০ টাকা হারে আদায় করা হচ্ছে গেটের বাহির থেকে।
স্থানীয় ট্যাংকলরী শ্রমিকদের অভিযোগে আরো জানা যায়, এক সময়ের মেঘনা ও যমুনা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতা ও তেলচোর সিন্ডিকেটের অন্যতম হোতা আফসার উদ্দিন আফসুর ছোট ভাই সালাউদ্দিন যমুনা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যানে নামে চাঁদা আদায় করে তাদের কল্যানে খরচ না নিেেজর পকেট করে হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ। সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলেও শ্রমিক ইউনিয়ন থেকে কোন ধরনের সাহায্য সহযোগীতা পায় না বলেও জানান শ্রমিকরা।
সাধারন শ্রমিকরা আরও বলেন,বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা দায়ে ফতুল্লা মডেল থানায় সোহরাব মিয়ার দায়েরকৃত হত্যা মামলা নং ২০ ( ২২/৮/২৪ইং) এর এজাহার নামীয় ১৬২ নং আসামী। এছাড়াও আগষ্টের ৩ ও ৪ তারিখে ছাত্র-জনতার উপর সালাউদ্দিনের নেতৃত্বে কয়েক শতাধিক লোক নিয়ে হামলা চালায়। সেই হামলায় পারভেজ গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা পারভেজকে মৃত ঘোষনা করেন। তারা বলেন,একটি হত্যা মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ যেন চোখে টিনের চশমা পড়ে রয়েছে এবং সেই হত্যাকারী সালাউদ্দিনের মাত্রাতিরিক্ত চাদাঁবাজি যেন আমাদের মত খেটে খাওয়া শ্রমিকদের মাঝে নাভিশ^াস করে তুলেছেন।
বর্তমান সরকার বিভিন্ন সেক্টরের চাঁদা বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখা ফতুল্লা ইউনিটের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের ব্যাপারে প্রশাসনের নিরব ভূমিকায় হতাশ সাধারণ শ্রমিকরা। তাই প্রশাসনের কাছে সাধারণ শ্রমিকদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালাউদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।