
নেত্রকোণা জেলা প্রতিনিধি মোঃ বাবুল:- স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৪দিন ধরে অনশন পালন করছেন প্রেমিকা(৩০)। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের কৈলাজুরী গ্রামে।
জানা যায়, কৈলাজুরী গ্রামের রুখেল মিয়ার ছেলে অনিক (২২)এর সঙ্গে পার্শ্ববর্তী বারহাট্রা উপজেলার রায়পুর ইউনিয়নের কর্ণপুর গ্রামের স্বামী পরিত্যক্ত মোস্তফার মেয়ে সোমা আক্তার (৩০) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুজনের মধ্যে।
(১৪ এপ্রিল ) রোজ সোমবার সরজমিনে গেলে অনশনে থাকা ওই দুই সন্তানের জননী নারী জানায়, গত ছয় মাস ধরে আমাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক সহ প্রেমের সম্পর্ক চলে। অনিক আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
এখন অনিকের পরিবার অন্য জায়গায় বিবাহর কথা বার্তা শুনে আমি তাদের বাড়িতে এসে উঠেছি।
অনিক আমাকে বাড়িতে দেখে পালিয়ে যায়, এবং তার মা আমাকে ঘর থেকে জোরপূর্বক বের ও টাকা লোভ দেখায় ও ছেলেকে লুকিয়ে রেখে মামলার হুমকি দিচ্ছে। অনিক আমার মান ইজ্জত ধ্বংস করছে, এখন যদি সে আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয়, তবে আমার বেচে থেকে লাভ নাই। আমি যে কোন সময় আত্মহত্যা করব অনিকের জন্য।
এ বিষয়ে অনিকের পরিবার জানান, পারিবারিক ভাবে অনিক এই বিষয়ের কিছুই জানান নাই।যদি
আমাদের ছেলে অন্যায় করে থাকে আমরাও তার বিচার চাই। এই মেয়েকে যদি সে বিবাহ করে তাতে আমাদের কোন আপত্তি নেই। ছেলে কোথায় আছে এ বিষয়ে জানতে চাইলে পরিবার লোকজন জানে না বলে জানান।
জোরপূর্বক বিভিন্ন জায়গা নিয়ে একাধিকবার ধর্ষণের বিষয়ে জানতে চাইলে, দুই সন্তানের জননী ও স্থানীয় এলাকাবাসী এবং ইউপি মেম্বার সূত্রে জানা যায়, দুই পরিবারের মধ্যে পূর্বে কোন সম্পর্ক নাই, ফোনের মাধ্যমে দুজনের সম্পর্ক হয়, তাই শুনেছি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এক সাথে ছবি উঠিয়েছি, এবং বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোঠো ফোনে বলেন বিষয়টি শুনেছি এবং তিনি পরামর্শ দেন,ভুক্তভোগী জেলার পার্শ্ববর্তী উপজেলার হওয়ায় পার্শ্ববর্তী বারহাট্টা থানায় বিষয়টি অবগত ও অভিযোগ দিতে বলেন।
এদিকে বারহাট্রা থানা অফিসার ইনচার্জ ওসি কামরুল হাসান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।