
স্টাফ রিপোর্টার লিজা:- কেন্দ্রীয় জিসাস নেতাকে গুলি করার হুমকি।নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা বাজারে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ ২ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তারকে এমপি হিসেবে দেখতে চাই লেখা সব্বলিত ব্যানার দিয়ে গেট নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
৯ এপ্রিল বুধবার সকাল ১১ টার সময় উপজেলার দুপ্তারা বাজারে কেন্দ্রীয় জিসাসের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন বি এন পির কিছু নেতা- কর্মীদের নিয়ে পারভিন আক্তারের গেট নির্মাণের সময় নজরুল ইসলাম আজাদের অনুসারী ২০/২৫ জন লোক বাধা প্রদান করেন। তখন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আজাদের অনুসারী ওয়াসিম নামে এক কর্মী খোকনকে গুলি করবো বলিয়া হুমকি প্রদান করেন। গেট নির্মাণের বাধা প্রদানের সংবাদ শুনে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকলে বাধা প্রদানকারীরা পিছু হটতে বাধ্য হন। অবশেষে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গেইট টি সফল ভাবে নির্মিত হয়।
এ সময় জিসাস নেতা খোকন জানান, পারভীন আক্তারের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে তা দেখে প্রতিপক্ষরা মেনে নিতে কষ্ট হচ্ছে এবং আজ সকালে আমাদের গেইট টি নির্মাণের পর প্রতিপক্ষের লোকজন ২০/৩০ টি মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। পারভিন আক্তার থানার ওসিকে বিষয়টি অবগত করে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।