নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর নয়ামাটি লামাপাড়া এলাকার অন্যতম সন্ত্রাসী ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক মো.ফাইজুল ইসলামের অন্যতম হাতিয়ার একাধিক মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ও একাধিক মামলার আসামী মো.শরিফকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার রাতে নয়ামাটি এলাকা থেকে শরিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পরবর্তী কার্যক্রমের জন্য শরিফকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করেন র্যাব-১১।
বৈষম্যবিরোধীর ছাত্র-জনতার উপর হামলার দায়ের একাধিক মামলার আসামী শরিফ র্যাবের হাতে গ্রেফতার হওয়াতে স্বস্তি ফিরে পেয়েছে স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই বলেন, জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলন দমাতে শামীম ওসমান,শাহ নিজাম ও ফাইজুল ইসলামের নির্দেশে ও নেতৃত্বে আন্দোলনে থাকা নিরীহ ছাত্র-জনতার উপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন এ শরিফ। সেই ঘটনায় ফতুল্লা মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলারও আসামী ছিলেন শরিফ। কিন্তু ৫ আগষ্টে পটপরিবর্তনের সাথে সাথে শরিফ নিজেও পরিবর্তন করেন বিগত ১৭ বছরে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা আওয়ামীলীগের সাইনবোর্ড। নামধারী কতিপয় বিএনপির নেতাদের সাথে আতাত করে মোটা অংকের টাকার বিনিময়ে রাতারাতি বনে শহীদ জিয়ার কনিষ্টপুত্র প্রয়াত আরাফাত রহমানের কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা কমিটির আহবায়ক নামে গড়ে উঠা একটি সংগঠনের বড় মাপের নেতা। বিএনপির বড় বড় নেতাদেও সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপলোড করে সবাইকে জানিয়ে দেন একাধিক মামলার আসামী শরিফ এখন বিএনপি নেতা। ৫ আগষ্টের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা দায়েরকৃত মামলায় শরিফকে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে আসলেও বিএনপির কতিপয় অর্থলোভী নেতাদের ফোনের কারনে আওয়ামী ডেভিল ও নব্য বিএনপির এ নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলো থানা পুলিশ।
স্থানীয়রা আরো জানান,বিগত সময়ে আওয়ামী ব্যানারে এখানে থাকা ইউরোটেক্সসহ বিভিন্ন গার্মেন্টস থেকে জোড়পুর্বক ঝুট নামাতো এ শরিফ তার বাহিনীর সদস্যদের নিয়ে। যেখান থেকে প্রতি মাসে মোটা অংকের টাকাও মুনাফা পেতো। সেই লোভ সামলাতে না পেরে বিগত সময়ে উপার্জিত অর্থ দিয়ে রাতারাতি আওয়ামী সাইনবোর্ড পাল্টিয়ে আরাফাত রহমান কোকার নামে গঠিত সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে শুরু করে ঝুটের রাজনীতি। যে রাজনীতির কারনে স্থানীয়দেরকে সবসময় আতংকের মাঝেই থাকতে হতো। কারন এটা একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ব্যবসা।
স্থানীয়রা র্যাব কর্তৃক শরিফ গ্রেফতার হওয়ায় অনেকটাই খুশি। তাদের দাবী শরিফের সাথে থাকা তার দোসরদেরকের যেন অতিদ্রæত ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাব-১১ গ্রেফতার করেন।