মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে “আব্দুল মতিন লালন উন্মুক্ত আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগীতা”-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার প্রেসক্লাবে ১৭ ফেব্রুয়ারী সোমবার। তাওহীদ ইসলাম দাবা একাডেমী, মৌলভীবাজার এর আয়োজনে ও এ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার,বাংলাদেশ, মৌলভীবাজার এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার পুলিশ সুপার-এর পক্ষে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: শামসুল হক। সভাপতিত্ব করেন- তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন লালন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মৌলভীবাজার মো: আজমল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, পাতাকুড়ি দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ।
দিনব্যাপি উন্মুক্ত আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগীতা শেষে সমগ্র বাংলাদেশ থেকে আগত বিজয়ী দাবাড়–দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিঠির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.নাসের রহমান।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন- এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন লালন, মৌলভীবাজার জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, খোলাফায়ে রাশেদীন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইনাম মিয়া, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- বিশিষ্ট দাবাড়ু শাহ মাহফুল করীম। সিলেট বিভাগসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার ৫৮জন দাবা প্রতিযোগীরা অংশ গ্রহন করেন। খেলায় ১ম স্থান অর্জন করেন-গোলাম মোস্তফা ভুঁইয়া, ২য় অভিক সরকার ও ৩য় টুটুল ধর। দাবা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে নগদ টাকা পুরস্কার হিসাবে তুলে দেয়া হয়।