মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্পটে ময়লা আবর্জনা ফেলার জন্য ৪০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে ওই ডাস্টবিনগুলো স্থাপন করেন।
ওই সময় উপস্থিত ছিলেন পৌরসভার ১ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক কাওসার, ২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল রহমান, ৫ নং ওয়ার্ডের দায়িত্বে থাকা আমতলী থানার ওসি মোঃ আরিফুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, হিসার রক্ষন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, কর নির্ধারক মোঃ জিয়াউল হাসান সোহেল, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
আমতলী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম যেখানে সেখানে বাড়ীর ময়লা আবর্জনা ফেলে পরিবেশের ক্ষতি না করতে পৌরবাসীর প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, পৌরবাসীর সুবিধার্থে নির্দিষ্টস্থানে ময়লা ফেলার জন্য পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ৪০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হয়েছে।