নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের আসল পরিচয় হলো সকল সৃষ্টির মধ্যে আমরা মহান ¯্রষ্টার সর্বশ্রেঠ সৃষ্টি। আমাদের চাইতে উত্তম সৃষ্টি আর কিছুই নাই। সবার উপরে আমারা মহান আল্লাহর সৃষ্টির মধ্যে, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন এবং আমাদের কে অনেক ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমরা আমাদের কে বলি যে আশরাফুল মাখলুকাত সকল সৃষ্টির সেরা সৃষ্টি।
শনিবার (৮ ফেব্রæয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের বাঘমারা বাইতুল মোকাদ্দাস হিফজুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, কেন এতো সৃষ্টি করার পরেও মহান আল্লাহতালা আপনাকে আমাকে সৃষ্টি করলো, না করলোওত পারতো, কেন সৃষ্টি করেছেন মহান আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন আমি জ¦ীন এবং মানুষ কে সৃষ্টি করেছি শুধু মাত্র আমার এবাদত করার জন্য। আমরা যানি শুধু মাত্র তার (আল্লাহতালার) এবাদত করার জন্য আমাদের কে সৃষ্টি করেছেন।
এবাদতটা কি, সেটাও আল্লাহতালা বলে দিয়েছেন এবাদত হচ্ছে আল্লাহতালার আদেশ, নিষেধ মেনে চলা এবং আল্লাহতালা সন্তুুষ্ট হয় এমন কাজ করা। আল্লাহতালা নিষেধ করেছে সেই কাজ গুলো বর্জন করা, এটাই হচ্ছে এবাদত। এই এবাদতের জন্য আল্লাহতালা আমাদের কে সৃষ্টি করেছেন।
গিয়াসউদ্দিন আরো বলেন, পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন ইমান প্রথম থাকতে হবে, আল্লাহতালাকে নিগুঢ় ভাবে বিশ^াস করতে হবে, আল্লাহতালার সাথে কাওকে শরিক করা যাবে না। আর সৎ আমল করতে হবে, আমারা যদি ইমান ঠিক থাকে আর ভালো আমল করি আল্লাহতালা প্রতিশ্রæতি দিয়েছেন পবিত্র কোরআনে ইমানদার এবং সৎকর্মশীলদের আমি জান্নাত দিব।
যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তারা চিরদিন সুখভোগ করবে, যা চাইবে তাই পাবে। এখানে আপনারা যারা ওয়াজ করাচ্ছেন এবং ওয়াজে এসেছেন জান্নাত পাওয়ার জন্য এসেছেন না, কেহু কি জাহান্নামের জন্য এসেছেন একজনও না, জান্নাত চাই, জান্নাত পেতে হলে একটা কাজ করতে হবে, এটা কোরআনে বলা আছে, ইমান আপনার মজবুত থাকতে হবে, ¯্রষ্টার সাথে কোনদিন শিরক করা যাবে না, আর কি সৎ আমল, ভালো উত্তম আমল করতে হবে। এই দুইটা আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহতালার প্রতিশ্রæতি আল্লাহ তাদের কে জান্নাত দিবে।
এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ¦ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী।
বাঘমারা বাইতুল মোকাদ্দাস হিফজুল কুরআন মাদ্রাসার মুতওয়াল্লি আলহাজ¦ শামসুল আলমের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সার্বিক তত্বাবধানে উক্ত ওয়াজ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস,এম,আসলাম, এড্যাঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম ছাদু, সদস্য ইউসুফ মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি কাজী শাকিল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহ-জাহান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি ও ছাত্রদল নেতা ফেরদৌস প্রমূখ।
আরো ওয়াজ করেন আলহাজ¦ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান, ক্বারী মোঃ সামীম ওসমান, বাঘমারা বাইতুল মোকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদের পেশইমাম ও খতিব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি মোঃ নজরুল ইসলাম বেলালী।