শিক্ষায় সরকারি বেসরকারি বৈষম্য নিরসনে একমাত্র সমাধান এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ, শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ,মেডিকেল ভাতা, সর্বজনীন বদলি, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান, ইবতেদায়ির নীতি মালা দ্রুত বাস্তবায়ন, নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে অনাতিবিলম্ভে এমপিওভুক্ত করার দাবি জানান হয় এবং ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোট গঠনের লক্ষ্যে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে অনাতিবিলম্ভে এমপিওভুক্ত করার দাবি জানান হয়, এবং ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোট গঠনের লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় পুরানা পল্টন আজাদ সেন্টারে অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন কে সভাপতি ও উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানকে মহাসচিব করে ৪০ সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোটের কমিটি ঘোষণা করা হয়। সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন – অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম, ড. আবুল হাসান , অধ্যাপক মোঃ নাসির উদ্দিন, মো: মমিনুল ইসলাম, এ এইচ এম রবিউল ইসলাম, মাওলানা মোসলেহ উদ্দিন, সহকারি অধ্যাপক লুৎফর রহমান, মাওলানা ইদ্রিস আলী, মীর জহিরুল ইসলাম প্রমুখ ।
সভায় আসন্ন ঈদুল ফিতরের পূর্বে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদানের দাবি জানান নেতৃবৃন্দ। ২০ টি সংগঠন নিয়ে জোট গঠন করা হয়। আলোচনা করে জোটে আরো সংগঠনকে নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। জোট নেতৃবৃন্দ সাথে আলোচনা করে আগামী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।