নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জেলা যুগ্ন আহবায়ক নাজমুল হাসান বাবু সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি২৫) নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। এই কমিটিতে আহ্বায়ক করা হয় অধ্যাপক মামুন মাহমুদকে। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল এবং সদস্য হিসেবে মুহাম্মদ গিয়াস উদ্দিন করায়।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিসহ বিএনপির সকল নেতৃবৃন্দদেরকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।