নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে বিএনপি নেতা রাসেলকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে জাতীয় পার্টির নেতা খবির উদ্দিন খবু। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে বক্তাবলীর রামনগর বিসমিল্লাহ মার্কেট এলাকায়।
এ ব্যাপারে মোঃ রাহাদ প্রধান বাদী হয়ে খবুকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ পরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এতে আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের আব্দুল খালেকের পুত্র খবিরউদ্দিন খবু,খিজির আলীর পুত্র তাওলাদ,রামনগর গ্রামের মৃত হায়দার আলীর পুত্র আক্তার, হযরত আলীর পুত্র তোফাজ্জল হোসেন, মৃত নুরু মিয়ার পুত্র সুমন, মৃত জাকির হোসেনের পুত্র জোবায়ের সহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
গুরুতর আহত বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র ৬ ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রাসেল গণমাধ্যম কর্মীদের বলেন, আলীরটেক ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পরিচয় দানকারী খবির উদ্দিন খবু এলাকায় মাদক বিক্রি ও সেবন, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে।কেউ প্রতিবাদ করলে তার উপর নানা নির্যাতন চালিয়ে থাকে।
অপর দিকে অভিযোগের বাদী মোঃ রাহাদ প্রধান বলেন, বিগত ১৫ বছর খবু আওয়ামী ও জাতীয় পার্টির নাম ব্যবহার করে বক্তাবলী পরগনায় মাদক ব্যবসা করে আসছিল। শুধু তাই নয় কেউ ব্যবসা-বাণিজ্য, বাসা বাড়ি নির্মান ও জমিজমা ক্রয় বিক্রয় করতে গেলে খবু নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করে থাকে। গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮ টায় খবু সহ এজাহার নামীয় উল্লেখিত সন্ত্রাসী ও চাদাঁবাজ চক্র দেশীয় অস্ত্র নিয়ে রামনগর বিসমিল্লাহ মার্কেটস্থ রাহেলা এন্টারপ্রাইজে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। এর আগে বিভিন্ন সময়ে একাধিক বার চাঁদা দাবী করেছিল।
দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় খবুর নেতৃত্বে হামলা, ভাংচুর ও লুটপাট করে ৩/৪ লাখ টাকার ক্ষতি সাধন করে। আমার বড় ভাইয়ের বন্ধু বিএনপি নেতা মোঃ রাসেল বাঁধা দিলে তাকে কুঁপিয়ে রক্তাক্ত জখম করে। তার সাথে থাকা নগদ ২১ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায়।
সন্ত্রাসী দল রাহাদের পকেটে থাকা ৫১ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।পরে রাসেলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। খবু ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপার ও র্যাবের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী সহ এলাকাবাসী।