ফতুল্লার জেলা পরিষদ সংলগ্ন ফকির গার্মেন্টস রোড এলাকায় জমি সংক্রান্ত জেরে মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাং এ সদস্য শফিকুল ও খোরশেদগং অত্যাচার ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির আশপাশ এলাকায় মোহড়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মো.ইদ্রিস শেখের ছেলে মো.মঞ্জু শেখ ফতুল্লা মডেল থানায় শফিকুল ও খোরশেদগংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায় যে, সস্তাপুর জেলা কারাগারের পাশের বাসিন্দা আবদুল মজিদ বেপারীর ছেলে শফিকুল,মৃত.জামালের ছেলে রনি ও জনি,তাদের সহযোগি কাউসার,অপর সহযোগি কাউসার, খোরশেদ, মৃত,আনিছউদ্দিনের ছেলে ইউসুফ ও কাশেমসহ অজ্ঞাতনামা ৪/৫জন বিবাদীগণ জায়গা জমির জের ধরিয়া আমাদের সহিত শত্রুতা পোষণ করিয়া আসিতেছে এবং ঝায়-ঝামেলা করিয়া আসিতেছে। উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজননের মধ্যস্থতায় আপোষ মিমাংশা হওয়া সত্তে¡ও বিবাদীগণ শুক্রবার ৩১ জানুয়ারী রাত অনুমান ৮টায় শফিকুলের নেতৃত্বে সকল বিবাদীগণ ছুরি, চাকু সহ বিভিন্ন দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়া বে-আইনী জনতাবদ্ধে দলবদ্ধ হইয়া আমার উপরোক্ত ঠিকানার বাসায় আমাকে হত্যার করার উদ্দেশ্যে আসিয়া আমাদের তালাবদ্ধ গেইট ভাঙ্গার চেষ্টা করে। অতঃপর আশেপাশের লোকজন আগাইয়া আসিলে এবং বিবাদীগণ আমার গেইটের তালা ভাঙ্গিতে ব্যর্থ হইলে ৬নং বিবাদী খোরশেদ তাহার মোবাইল নং- ০১৮৮৯৭৭৭৯@@ হইতে আমাকে ফোন করিয়া যেখানে পাবে চিরতরে হত্যা করিবে মর্মে হুমকি প্রদান করে।
থানায় অভিযোগকারী মঞ্জু শেখ বলেন, থানায় অভিযোগের পর থেকে বিবাদীরা আরও বেপরোয়া আকাওে রুপ ধারন করেছে। তারা আমাকে এবং আমার ছোটভাইকে যেখানে পাবে সেখানেই ক্ষতিসাধন করবে মর্মে অব্যাহত হুমকী প্রদান করে আসছে। তাদের অব্যাহত হুমকীর কারনে আমি আমার পুরো পরিবার নিয়ে শংকার মাঝে দিনানিপাত করছি।
সরেজমিনে গিয়ে জানা যায় যে, শফিকুল জেলা পরিষদ এলাকাতে একজন চিহিৃত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় মাদক মামলাও রয়েছে। খোরশেদ এবং জনি তারা উক্ত এলাকায় কিশোরগ্যাং সক্রিয় সদস্য হিসেবে র্বজন পরিচিত। ৫ আগষ্টের পর পালিয়ে যাওয়া নগরীর ভাইজান হিসেবে খ্যাত আজমেরী ওসমানের সেকেন্ড ইন কমান্ড নাসির ওরফে নোয়াখাইল্লা নাসির বাহিনীর সদস্য ছিলেন তারা। তাদের বাহিনীর সদস্যরা প্রতিদিনই এলাকাতে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে থাকে। শুক্রবারের ঘটনা তার মধ্যে অন্যতম। সেখানে শফিকুল ও খোরশেদগংরা উক্ত রোডের পাশে একটি অটো গেরেজের সামনে মোহড়া দিয়েছে তার ভিডিও ফুটেজ ও অভিযোগের বাদীকে মুঠোফোনে হুমকী দেয়ার ভয়েজ রেকর্ডটি অত্র প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
স্থানীয়রা শফিকুল ও খোরশেদগংদের অত্যাচার থেকে বাচঁতে ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাব-১১’র সদস্য হস্তক্ষেপ কামনা করেন।