জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটাই মুখ্য বিষয়: ফারুকী

শেয়ার করুন...

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। সামনে এগিয়ে যেতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, পিছনে কোন রাস্তা ফেলে এসেছি সেটির দিকে নজর রাখা। আজকে যে লোক-কারুশিল্প মেলার সূচনা হচ্ছে, মেলার কাজই হচ্ছে ফেলে আসা রাস্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের যাত্রাটা কেমন ছিল সেটা বারবার খেয়াল রাখতে হবে।

 

শনিবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন। তিনি লোকজ উৎসবে অংশগ্রহণ করা নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে আসার সবচেয়ে বড় বাঁধা হচ্ছে এপ্রোচ সড়কটি প্রশস্ত নয়। এই সমস্যাটি সমাধান এখনই সম্ভব নয়।

 

এ বিষয়টি নিয়ে আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধানে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, এখানে যে বড় মেলা হয় এটা বাংলাদেশের মানুষের কাছে আরো ব্যাপকভাবে পৌঁছানো উচিত। অপর এক প্রশ্নের জবাবে ফারুকী বলেন, এ মেলাটি সংস্কৃতিক জগতে একটি গুরুত্বপূর্ণ দিক। এই মেলাকে কেন্দ্র করে যদি সারা বছর কারু শিল্পীদের কারুপণ্য প্রদর্শন করা যায় তাহলে অনেক ভালো হবে। এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেলালউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার।

মূলত দেশীয় সংস্কৃতির উজ্জীবন ও প্রসারে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

 

এবারের লোকজ উৎসবে কর্মরত কারুশিল্পীদের কারুশিল্প প্রদর্শনী, লোকজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের তৈরি বাহারি পণ্যসামগ্রী এবং উদ্যোক্তাগণের কারুপণ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এবারের মেলায় সাধারণ ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ সর্বমোট ১০০টি স্টল স্থান পেয়েছে। মেলার স্টল গুলোর মধ্যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

 

এদের মধ্যে সোনারগাঁওয়ের জামদানি, মৌলভীবাজার ও মুন্সিগঞ্জের শীতল পাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মৃৎশিল্প, কক্সবাজারের ঝিনুকশিল্প, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, কাঠের চিত্রিত হাতি-ঘোড়া-পুতুল, কুমিল্লার খাদিশিল্প, তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙ্গামাটি, বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ- গোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র কারুশিল্পীগণ মেলায় অংশ নিয়েছেন।

 

প্রতিদিন লোকজ মঞ্চে পালাক্রমে বাউলগান, পালাগান, ভাওয়াইয়া-ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রাজারগান, শাহ আব্দুল করিমের গান, লালন সঙ্গীত, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ নৃত্যনাট্য, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, চর্যাগান, লোকগল্প বলা ইত্যাদি অনুষ্ঠান পরিবেশন হবে।

 

এছাড়া প্রতিদিন লোকজ উৎসবে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনজন লোকসংগীত শিল্পীর পরিবেশনায় থাকবে পল্লীগীতি, ভাওয়াইয়া-ভাটিয়ালী, হাসনরাজা, লালন, শাহ আব্দুল করিম, রাধারমণের গান, গম্ভীরা, আলকাপ, পুথিপাঠ, উকিল মুন্সি, পালাগান ও মাইজভান্ডারীসহ বিভিন্ন ধারার লোকগীতি। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দলীয় লোকসংগীত ও লোকনৃত্যের পরিবেশনায় থাকলে গীতিনৃত্য, মহয়া, ময়মনসিংহের গীতিকা, পালাগান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দলীয় পরিবেশনা ও বিভিন্ন দলী লোকসংগীত গোষ্ঠীর পরিবেশনা। মেলায় প্রতি শ্রক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা লোকজীবন প্রদর্শন ও গ্রামীণ খেলা কানামাছি, এলাডিং-বেলাডিং, বউচিসহ বিভিন্ন গ্রামীণ খেলায় অংশগ্রহণ করবে।

 

সর্বশেষ সংবাদ



» অযোগ্য উপদেষ্টাদের অপসারণ করতে হবে : গণতান্ত্রিক বাম ঐক্য

» সুন্দরবনে ১২ মণ হরিণের মাংস সহ ৯ শিকারি আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

» ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল

» বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বৈশাখী শোভাযাত্রা

» বন্দরে পুলিশ পাহাড়ায় যুবলীগ নেতার অনুমোদন বিহীন হাসপাতাল উদ্বোধন

» ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ

» ফতুল্লা বাজার পরিদর্শনে সদর ইউএনও

» শিল্পপতি সিদ্দিকুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা-ভাংচুর-লুটপাট!

» হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটাই মুখ্য বিষয়: ফারুকী

শেয়ার করুন...

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। সামনে এগিয়ে যেতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, পিছনে কোন রাস্তা ফেলে এসেছি সেটির দিকে নজর রাখা। আজকে যে লোক-কারুশিল্প মেলার সূচনা হচ্ছে, মেলার কাজই হচ্ছে ফেলে আসা রাস্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের যাত্রাটা কেমন ছিল সেটা বারবার খেয়াল রাখতে হবে।

 

শনিবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন। তিনি লোকজ উৎসবে অংশগ্রহণ করা নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে আসার সবচেয়ে বড় বাঁধা হচ্ছে এপ্রোচ সড়কটি প্রশস্ত নয়। এই সমস্যাটি সমাধান এখনই সম্ভব নয়।

 

এ বিষয়টি নিয়ে আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধানে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, এখানে যে বড় মেলা হয় এটা বাংলাদেশের মানুষের কাছে আরো ব্যাপকভাবে পৌঁছানো উচিত। অপর এক প্রশ্নের জবাবে ফারুকী বলেন, এ মেলাটি সংস্কৃতিক জগতে একটি গুরুত্বপূর্ণ দিক। এই মেলাকে কেন্দ্র করে যদি সারা বছর কারু শিল্পীদের কারুপণ্য প্রদর্শন করা যায় তাহলে অনেক ভালো হবে। এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেলালউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার।

মূলত দেশীয় সংস্কৃতির উজ্জীবন ও প্রসারে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

 

এবারের লোকজ উৎসবে কর্মরত কারুশিল্পীদের কারুশিল্প প্রদর্শনী, লোকজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের তৈরি বাহারি পণ্যসামগ্রী এবং উদ্যোক্তাগণের কারুপণ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এবারের মেলায় সাধারণ ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ সর্বমোট ১০০টি স্টল স্থান পেয়েছে। মেলার স্টল গুলোর মধ্যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

 

এদের মধ্যে সোনারগাঁওয়ের জামদানি, মৌলভীবাজার ও মুন্সিগঞ্জের শীতল পাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মৃৎশিল্প, কক্সবাজারের ঝিনুকশিল্প, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, কাঠের চিত্রিত হাতি-ঘোড়া-পুতুল, কুমিল্লার খাদিশিল্প, তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙ্গামাটি, বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ- গোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র কারুশিল্পীগণ মেলায় অংশ নিয়েছেন।

 

প্রতিদিন লোকজ মঞ্চে পালাক্রমে বাউলগান, পালাগান, ভাওয়াইয়া-ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রাজারগান, শাহ আব্দুল করিমের গান, লালন সঙ্গীত, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ নৃত্যনাট্য, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, চর্যাগান, লোকগল্প বলা ইত্যাদি অনুষ্ঠান পরিবেশন হবে।

 

এছাড়া প্রতিদিন লোকজ উৎসবে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনজন লোকসংগীত শিল্পীর পরিবেশনায় থাকবে পল্লীগীতি, ভাওয়াইয়া-ভাটিয়ালী, হাসনরাজা, লালন, শাহ আব্দুল করিম, রাধারমণের গান, গম্ভীরা, আলকাপ, পুথিপাঠ, উকিল মুন্সি, পালাগান ও মাইজভান্ডারীসহ বিভিন্ন ধারার লোকগীতি। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দলীয় লোকসংগীত ও লোকনৃত্যের পরিবেশনায় থাকলে গীতিনৃত্য, মহয়া, ময়মনসিংহের গীতিকা, পালাগান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দলীয় পরিবেশনা ও বিভিন্ন দলী লোকসংগীত গোষ্ঠীর পরিবেশনা। মেলায় প্রতি শ্রক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা লোকজীবন প্রদর্শন ও গ্রামীণ খেলা কানামাছি, এলাডিং-বেলাডিং, বউচিসহ বিভিন্ন গ্রামীণ খেলায় অংশগ্রহণ করবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD