নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে পশ্চিম লামাপাড়া এলাকার ফতুল্লার কাঠের পুলের প্রভাবশালী নেতা আজমতের আত্মীয় মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানি লাবু (৫৫),মোঃ রমজান আলী (৪৫),শাহ নেওয়াজ শানুসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে । ঘর নির্মাণ বন্ধে ও নিজের জমি ফেরত পেতে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৃত ইদ্রিস আলীর ছেলে ইউনুস আলী।
অভিযোগ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা খানাধীন কুতুবপুর মৌজাস্থিত এসএ- ৩০৪, আরএস- ৬৪৬নং দাগে ৯.২০ (নয় শতাংশ বিশ পয়েন্ট) ভূমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হইয়া নিজ নামে নামজারী করিয়া হাল সন পর্যন্ত সকল খাজনাদী পরিশোধ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল করিতেছে ইউনুছ আলী। উল্লেখিত বিবাদীরা ইউনুছ আলীর পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিকে বিবাদীরা তাদের সম্পত্তি বলিয়া দাবী করিয়া বর্ণিত ভূমি জোর পূর্বক দখলের উদ্দেশ্যে উক্ত ভূমিতে নির্মাণ কাজের পায়তারা করিতে থাকে।
বুধবার (১৫ জানুয়ারী) সাড়ে ১০ টার দিকে গোলাম রাব্বানী লাবু, রমজান আলী,শাহ নেওয়াজ শানুসহ একদল সন্ত্রাসী বাহিনী নিয়া ইউনুছ আলীর পৈত্রিক জমিতে জোর পূর্বক বেআইনীভাবে জবর দখলে ভূমিতে নির্মাণ কাজ করিতে থাকে। কাজ করতে বাঁধা নিষেধ করিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ তাকে খুন-জখম করিয়া জীবনের তরে শেষ করিয়া ফেলিবে মর্মে হুমকি দেয়। পরে কোন উপায় না পেয়ে ইউনুছ আলী থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল বলেন, আমি অভিযোগ পেয়ে ঘটনা স্থলে গেয়ে তাদের জমির কাগজপত্র দেখি এতে এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, তাই পরিস্থতি শান্ত রাখার জন্য গোলাম রাব্বানি লাবু কে কাজ করতে নিষেধ করি এবং উভয় পক্ষ যেনো জমিতে কোন নির্মাধীন কাজ না করে ।