৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন বাধ্য হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের কার্যক্রম একে বারে ঝিমিয়ে পড়ে।
কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যায়। পাঁচ মাসের ব্যবধানে আওয়ামী লীগের কার্যক্রমে ফের শক্তিশালী হচ্ছে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
২০২৪ সালের ৩১শে ডিসেম্বর মাগরিব নামাজের পর বক্তাবলীর রাধানগরে নুরুর চায়ের দোকানে এক গোপন বৈঠক করে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের উচ্চ পর্যায়েরর কয়েকজন নেতা।
নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপি নেতা কর্মীরা জানান,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম মাস্টার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল গাজীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করে।
আগামীতে আওয়ামীকে চাঙ্গা করতে এ গোপন বৈঠক হয় বলে জানা যায়।
একটি সুত্র হতে জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সস্পাদক সম্পাদক মোঃ কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম মাস্টার,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়ার্ডে গোপন বৈঠক করে নেতা কর্মীদের একত্রিত করার অপচেষ্টা চালাচ্ছে।
এতে করে বিএনপি নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচারে বিএনপি’র কোন নেতাকর্মী বাড়ি ঘরে পরিবার পরিজন নিয়ে থাকতে পারেনি।
অথচ ৫ ই আগস্টের পর হতে আওয়ামী লীগের দুই তিনজন বাদে সকল নেতাকর্মী এলাকায় অবস্থান করছে। কেউ তাদের বাধাঁ প্রদান করেনি।
এই সুযোগকে কাজে লাগিয়ে বক্তাবলিতে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে।
এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ কামনা করেন সচেতন বিএনপি নেতাকর্মীরা।
এ ব্যাপারে কামরুল ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে (০১৭১২০৫৮৪@@) জানতে চাইলে তিনি বলেন,না ভাই এমন কোন কথা হয়নি। সেদিন আমরা হাটতে হাটতে সেখানে গিয়ে চায়ের দোকানে বসে চা খেয়েছে এতটুকুই। আপনাকে যে বা যিনি এটা বলেছেন তা মিথ্যা।
এ ব্যাপারে জলিল গাজী মেম্বার এর ব্যবহৃত মুঠোফোনে (০১৭২৯০০৪৬@@) জানতে চাইলে তিনি বলেন, ভাই তারা হাটতে হাটতে এখানে এসেছেন। আমি তাদেরকে নিয়ে একটু চা খেয়েছি। তাছাড়া তিনজন লোক নিয়ে কি কোন মিটিং হয় কিনা। এছাড়াও চায়ের দোকানে বসে কি কোন মিটিং হয় কিনা আপনিই বলেন।