লিজা,স্টাফ রিপোর্টার:- সোমবার (১৮ নভেম্বর)প্রায় চারঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান ফ্রেশ পেপার এন্ড পলপ নামের টিস্যু তৈরির কারখানার আগুন। ঢাকা- নারায়ণগঞ্জের ১২ টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার ভোর. ৫টা ২০ মিনিটে কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস।
কারখানার শ্রমিকরা জানায়, ফ্রেস টিস্যুর উৎপাদন কারী এই পেপার এন্ড পলপ কারখানাটির চারতলা বিশিষ্ট। ভোরেও কারখানাটি কাজ চলমান ছিলো। হঠাৎ নীচতলায় থেকে আগুন দেখতে পায় শ্রমিকরা। এসময় কারখানায় থাকা শ্রমিক- কর্মচারী আগুন নেভানোর চেষ্টা করে। তবে কারখানাটিতে
বিপুল পরিমাণে কাঁচা মাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু থাকায় আগুনের শিখা বেড়ে যায়। পরে শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা – নারায়ণগঞ্জের ছয়টি স্টেশনের ১২ ইউনিট চার ঘন্টায় চেষ্টায় ৯ ২০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এই কর্মকর্তা।