উন্নয়নের নামে চলাচলের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগের সৃষ্টি করেছে ঢাকা নারায়ণগঞ্জের রেলওয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ভুগান্তিতে রয়েছে পাগলা ষ্টেশন এর আওতাধীন বৌ বাজার বৃহত্তম রসুলপুর নিশ্চিন্তপুর শাহী বাজার সহ আশেপাশের এলাকায় বসবাসরত লাখো মানুষ ও পাগলা স্কুলের হাজারো ছাত্র-ছাত্রী,
রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে ১০ সেপ্টেম্বর সকালে পাগলা রেলওয়ে স্টেশনে মানবন্ধন কর্মসূচি পালন করেছে উক্ত এলাকায় বসবাসরত ছাত্র জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি সভাপতি নুরুল হক জমাদ্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আঃ কাদিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি হাজী শহীদুল্লাহ, ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব,পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো আনোয়ার হোসেন আনু, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম তেলা, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সভাপতি গোলাম কাদির, হাজী মিছির আলী ডিগ্রি কলেজে গভর্নিং বডি সদস্য এম এ জাহের মোল্লা, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরাইনে বাহার,পাগলা ইসলামিয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মো মনির হোসেন দিদার সহ আরো অনেকেই।