নেত্রকোনা জেলা প্রতিনিধি,মোঃ বাবুল:-নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে স্বরমুশিয়া হরিপুর গ্রামে জমি-জমা বিষয়াদি নিয়ে ঝগড়ার জেরে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বড়ই কাটা বাঁশের ও খড়িকাঠি দিয়ে পাঁচ পরিবারের সদস্যকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।
কিছু দিন ধরে এভাবে রাস্তায় বাঁশ খড়িকাটি দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে চাচাতো ভাই সোহাগ মিয়ার গংদের বিরুদ্ধে।
এতে পরিবরের শিশু-বৃদ্ধদের চলাচলের বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। গবাদিপশু বাড়ি থেকে বের করতে পারছেন না।
উপজেলার স্বরমুসিয়া ইউনিয়নের স্বরমুশিয়া হরিপুর গ্রামের মোঃকামরুজ্জামানের পরিবার সহ পাঁচটি পরিবারকে এভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
অভিযুক্তরা হলেন-সোহাগ মিয়া হরিপুর গ্রামের পিতা শহীদ মিয়া ছেলে গংরা।
তবে অভিযুক্তরা অবরুদ্ধ করে রাখার বিষয়টি স্বীকার করেছেন। তাদের দাবি, ওই পরিবারের লোকজনের বের হওয়ার জন্য আরও রাস্তা আছে।
সরজমিনে গিয়ে দেখা যায় চলাচলের রাস্তা আটকানো বুঝা যায়।
ভুক্তভোগী বলেন, আমরা বৃদ্ধ মা, স্ত্রী, সন্তানসহ পাঁচ পরিবারের সদস্যরা।ত্রিশ বছর ধরে পরিবার ও এলাকা বাসী নিয়ে এই গ্রামে বসবাস করিছি। উক্ত রাস্তাটি আমাদের পতিত জমি । পাকা সড়ক পর্যন্ত যেতে আমাদের জমির মধ্যে রাস্তা বাপ দাদার আমল থেকে রাস্তা ব্যবহার করে এসেছি।
জমির জমার জের ধরে, গত কয়দিন ধরে আমি সহ পাঁচ পরিবার বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বড়ই কাটা বাঁশ খড়ি কাঠি দিয়ে অবরুদ্ধ করে রেখেছে,সোহাগ মিয়া চাচা তার ভায়েরা। তারা আমাকে বের হতে দিবেন না।ছয় মাস ধরে গ্রামের চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে দেন দরবার করেও কোন উপকৃত হচ্ছে না,অবরুদ্ধ অবস্থায় রয়েছি। এর থেকে পরিত্রাণ চাই পরিবারটি।
একই গ্রামের স্থানীয় এলাকাবাসী বলেন, সমাজে এক সঙ্গে থাকতে গেলে সবাই সবার সহযোগিতা করা উচিত। পরিবার গুলোকে এভাবে পথ আটকে অবরুদ্ধ করা ঠিক নয়।বাড়ি থেকে বের হওয়ার পথ খুলে দেওয়া উচিত।
অভিযুক্ত সোহাগ মিয়া বলেন আমার জায়গায় আমি আটকিয়ে দিয়েছি। কোনো ঝগড়ার কারণে নয়।
বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।