সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে রোববার (৭ জুলাই)। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা বাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্ৰহ জিউ মন্দিরের উদ্যোগে ৭ জুলাই বিকেলে মন্দিরের ৬৬ শতাংশ সম্পত্তি ভূমিদস্যদের হাত থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
এসময় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অন্যান্যদের মধ্যে অবস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, রথযাত্রা কমিটির সভাপতি তন্ময় দাস মহন্ত মহারাজ সেবায়ের, সাধারণ সম্পাদক সত্য গোপাল দাস, রাধারানী মন্দিরের সভাপতি শ্রী মনোরঞ্জন দাস মনা, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র দাস, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হুমায়ূন কবির, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, পাগলা পশ্চিম পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ইয়াছিন খান, সহ আরো অনেকেই।