শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন, যে শিশুদের লেখাপড়া শেখানোর জন্য সরকারি স্কুলগুলোতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন দিচ্ছে সরকার সেই শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করছে কি, না জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণের সাথে করছে প্রতারণা একটু জেনে নেই।
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অনুপুস্থিতি আর অবহেলায় ধ্বংসের মুখে কোমলমতি শিশুদের লেখাপড়া, অভিযোগ অভিভাবকদের । স্কুলটিতে সরকারি নিয়োগ প্রাপ্ত শিক্ষক রয়েছেন ২০ জন , অথচ সরজমিনে গিয়ে উপস্থিত পাওয়া গেল ১৪ জন, প্রধান শিক্ষক সহ ছয় জনই ছিল অনুপস্থিত, উপস্থিত শিক্ষকদের সাথে কথা বলে অনুপস্থিতার অবহেলার বিষয়ে জানতে চাইলে তারা বলেন বাকি 6 জন প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, সহ সরকারি কাজে ব্যাস্ত এজন্য উপস্থিত থাকতে পারেনি।
এই বিষয়ে প্রধান শিক্ষক হোসনেয়ারার সাথে কথা বলার জন্য স্কুলে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি, এমনকি তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন কলটি রিসিভ করেননি।
সূত্রে জানা যায় তিনি তার বাসায় ট্রেনিং
সেন্টার খুলে ছাত্রদের পড়াচ্ছেন কোন স্কুলের প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত না হয়ে তার বাসায় ছাত্রদের প্রাইভেট পড়াচ্ছেন তাও আবার স্কুল টাইমে। অথচ সহকারী শিক্ষকরা জানান দুইজন হজে একজন মাতৃত্বকালীন ছুটিতে আরেকজন সরকারি প্রশিক্ষণে আছে, যে স্কুলটিতে ছাত্র-ছাত্রী সংখ্যা ১৬১১ জন,
অনুপস্থিত শিক্ষকগণ,কালাম স্যার হজে, প্রধান শিক্ষক প্রশিক্ষণে, ফৌজিয়া, মা অরিস তন্বী, হোসনে আরা, লায়লা খানম মাতৃত্বকালীন ছুটিতে, জাকির হোসেন ছুটিতে, নাজমুল হোসেন পোস্টিং হলেও এখন পর্যন্ত জয়েন করেননি।
এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এম এ জাহের মোল্লা সাথে কথা হলে তিনি জানান ভাই বিভিন্ন ছাত্রছাত্রীর অভিভাবকরা আমাকে ফোন করেই বিষয়টি জানাইতাছে তো আমাদের কমিটি নিয়ে আদালতে একটি মামলা হওয়ার দরুন আপাতত দায়িত্ব থেকে অবসরে আছি , তবে শিক্ষকদের অনুপস্থিতি আর অবহেলায় বাচ্চাদের লেখাপড়া নষ্ট হবে এটা মেনে নেওয়া যায় না। আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম স্কুলের পরিবেশ টা দেখে আমার অনেক কষ্ট লেগেছে বাথরুম গুলিতে যাওয়ার কোন পরিবেশ নেই স্কুলের চারপাশে ময়লা আবর্জনা জমে আছে একটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে চলতে পারে না।