নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নুরবাগ এলাকার রাজমিস্ত্রী আব্দুল রাজ্জাক হত্যার প্রধান আসামি মাসুম মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
জানা যায়, আঃ রাজ্জাক ফতুল্লা থানাধীন নুরবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করিতো। আঃ রাজ্জাক এর নিকট হইতে আসামী মাসুম মিয়া ৫ হাজার টাকা ধার নেয়। গত ইং-১৪/১২/২০২৩ তারিখ বিকাল অনুমান ৪ টার সময় ভাড়াটিয়া বাসায় আসিলে ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী মাসুম মিয়া (৪০) আঃ রাজ্জাককে ধারালো চাকু দ্বারা গলায় ও শরীরের বিভিন্ন উপর্যপুরি আঘাত করিয়া হত্যা করে। হত্যা শেষে ওড়না দ্বারা হাত এবং পাতলা কম্বল দ্বারা পা বাধিয়া রাখিয়া ঘরে তালাবদ্ধ করিয়া পালিয়ে যায়।
এই ঘটনায় ছেলে আকাশ অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে । মামলাটি দীর্ঘদিন তদন্ত করিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় তথ্য প্রাপ্ত হইয়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, বিপিএম-পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, এস এম জহিরুল ইসলাম, বিপিএম এবং অফিসার ইনচার্জ মোঃ নুরে আযম মিয়া, পিপিএম এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মফিজুল ইসলাম এবং সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ হারেস সিকদার, এসআই (নিঃ) সুজন ফকির, এএসআই (নিঃ) সানিউল হক থানার দক্ষ চৌকস টিম অভিযান চালিয়ে ১৯/০৫/২০২৪ তারিখ রাত্র আড়াই টার দিকে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ মধ্যপাড়া এলাকা হইতে আসামী মাসুম মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আঃ রাজ্জাককে হত্যার বিষয়ে স্বীকার করে।