লিজা আক্তার: “প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”
এই স্লোগানকে ধারন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নারায়নগঞ্জ সদর এর বাস্তবায়নে অত্যন্ত আনন্দঘন ও সকলের অংশগ্রহণে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নারায়ণগঞ্জ সদর কর্তৃক “প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪” ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন তক্কার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মুহাম্মদ ফারুক আহমেদ এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আসাদুল ইসলামের নেতৃত্বে দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী উক্ত প্রদর্শনী আয়োজনে নিরলস ভাবে কাজ করেছেন।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহমুদুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ। এ সময় প্রধান অতিথি মেলায় সামনে একটি গাছ লাগিয়ে লাল রঙের ফিতা কেটে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
এবং অনুষ্ঠান চলাকালীন খামারিদের অনুপ্রাণিত করেছেন মোহাম্মদ মাহমুদুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ। সর্বস্তরের খামারিদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে প্রদর্শনী মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। বিভিন্ন জাতের পোষা প্রাণী, শৌখিন পাখি, উন্নত জাতের গাভী, বিশাল আকৃতির ষাড়, দুম্বা, গাড়ল, বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, প্রাণিপ্রযুক্তি ইত্যাদি।
প্রাণিসম্পদের রিসোর্সসমূহ মেলার বিভিন্ন স্টলে স্থান পেয়েছে যা মেলাকে দর্শনীয় করেছে। আগত দর্শকদের স্টল সমূহ পরিদর্শন ও খামারিদের সাথে বিজ্ঞানভিত্তিক লালনপালন বিষয়ে জ্ঞানের আদান প্রদান ছিলো উল্লেখযোগ্য যা প্রদর্শনীর উদ্দেশ্যেকে পূর্ণতা দিয়েছে।
মেলায় আগত খামারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
ডেইরি,ষাড়,ছাগল,ভেড়া,দুম্বা প্রাণিজাত পণ্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি প্রতি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরস্কারে মোট ৩০০০০/- টাকা,ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবং বেস্ট স্টল ক্যাটাগরিতে মোট ৫ টি স্টলকে ক্রেস্ট দেয়া হয়।
এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল খামারীকে শুভেচ্ছা স্মারক মগ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বাবু ) পুলিশ সুপার নারায়ণগঞ্জ। জনাব ডাঃ মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা প্রাণিসম্পদ অফিসার, নারায়ণগঞ্জ। জনাব মোঃ আবুল কালাম আজাদ বিশ্বাস, চেয়ারম্যান উপজেলা পরিষদ, নারায়ণগঞ্জ সদর।
স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ আসাদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, নারায়ণগঞ্জ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, মোঃ দেদারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর। এবং বাস্তবায়নের, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।ও সহযোগিতায়ঃ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে ,(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।