মাইনুল ইসলাম রাজু ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী নতুন বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সবজি, মাংস ও গ্যাস বিক্রি করায় চার ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৬ মার্চ) দুপুরে বরগুনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ওই অভিযান পরিচালনা করেন।
ওই সময় আমতলী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সাবেরা পারভীন মুন্নী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বরগুনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, আমতলীতে ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে বাজার তদারকির অভিযানের সময় নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সবজি, মাংস ও গ্যাস বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভোক্তাদেরকে সচেতনও করা হয়।
বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।