জেলা প্রতিনিধি নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার ১১ নং কে গাতি ইউনিয়নের জমিজমা বিষয়াদি ঝগড়ার জেরে বাড়ি ও মাদ্রাসা থেকে বের হওয়ার রাস্তায় গাছ গাছালি রুপন সহ নেট জাল ও বড়ই কাটার বাশের বেড়া দিয়ে ১০ পরিবারের সদস্যকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৬ মাস যাবৎ এভাবে রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে,প্রতিবেশীর গ্রামের আব্দুল খালেকের বিরুদ্ধে। এতে পরিবারের শিশু বৃদ্ধ দিনে প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গবাদি পশু বাড়ি থেকে বের করতে পারছে না।
সদর উপজেলা ১১ নং কেগাতি ইউনিয়নের বোবা হালা গ্রামের মোঃ আব্দুল লতিফ ওরফে (লিটন মুন্সী) পরিবার সহ দশটি পরিবার এভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অভিযুক্তরা হলেন বাদে দুধকুড়া গ্রামের মৃত নূর হোসেন এর ছেলে, আব্দুল খালেক গং রা। তবে অভিযুক্তরা অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেছেন, তাদের দাবি ওই পরিবারের লোকজনের বের হওয়ার জন্য আরো রাস্তা আছে, না বলে জমি থেকে আইলের মাটি কাটার কারণে রাস্তা আটকাইছেন। কোন ঝগড়ার জেরে নয়। সরজমিনে গিয়ে মোঃ আব্দুল লতিফ ওরফে লিটন মুন্সী, বাড়ি ও মাদ্রাসার সামনে চলাচলের রাস্তা গাছ গাছালি ও বড়ই খাটা নেট জাল এবং বাশ দিয়ে আটকানো দেখা যায়।
ভুক্তভোগী বলেন, আমরা বৃদ্ধ স্ত্রী সন্তানসহ ১০ পরিবারের সদস্যরা বহু বছর ধরে পরিবার ও এলাকাবাসী নিয়ে,এই গ্রামে বসবাস করেছি। সামনের জমিটি আব্দুল খালেক গংদের।পাকা সড়ক পর্যন্ত যেতে তাদের বাপ দাদার আমল থেকে রাস্তা ব্যবহার করে যেতে হয়। জমি জমা মামলার জের ধরে, এই কারণে গত ছয় মাস আমি সহ দশটি পরিবার বাড়ি হতে বের হওয়ার রাস্তায় গাছ গাছালি রুপন সহ বড়ই কাটা নেট জাল, এবং বাশ দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন। আঃ খালেক গং তার ভাইয়েরা।তারা আমাকে বের হতে দিবেনা।৬ মাস ধরে গ্রামের চেয়ারম্যান ও মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একবার দেন দরবার করেও কোন উপকৃত হচ্ছে না, অবরুদ্ধ অবস্থায় রয়েছি। এর থেকে পরিত্রাণ চাই। একই গ্রামের এলাকাবাসী বলেন, সমাজে একসঙ্গে থাকতে হলে সবাই সবার সহ যোগিতা করা উচিত। পরিবারগুলোকে এভাবে পথ আটকে অবরুদ্ধ করা ঠিক নয়। বাড়ি থেকে বের হওয়ার পথ খুলে দেওয়া উচিত। অভিযুক্ত আব্দুল খালেক বলেন, ভাই এলাকার লোকজনের সামনেই রাস্তাটা বেড়া দেওয়া হয়েছে। কোন ঝগড়ার কারণে নয়,। বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ( ইউ, এন,ও) বলেন অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে