মেহেদী হাসান ইমরান, বেনাপোল (যশোর) :
“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের বেনাপোল পোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল পোর্ট থানার নতুন ভবনের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নূর-ই-আলম সিদ্দিকী।
এসময় বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সূধীমহল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক ও চোরাচালান সহ বিভিন্ন অনিয়ম দূর্ণীতির বিষয়ে করনীয় এবং সমাধানের নিমিত্তে পুলিশ ও জনতার মুখোমুখি বিস্তর আলোচনা হয়।
এসময় প্রধান অতিথি যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নূর-ই-আলম সিদ্দিকী বেনাপোল সীমান্তে অনিয়ম দূর্ণীতি, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।