নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর ইউনিয়নের উত্তর গোপালনগরে ধর্মগঞ্জ ঘাটের দক্ষিন পাশের নদীর তীর হতে মাটি কেটে ইটভাটায় নিচ্ছে চিহ্নিত ভূমিদস্যু আনসার গং। অবিলম্বে উক্ত মাটিকাটা বন্ধ করার ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, বক্তাবলী ইউনিয়নের উত্তর গোপালনগর নদীর তীর হতে সরকারি অনুমোদন না নিয়েই মাটি কেটে নিজ ইটভাটায় নিচ্ছেন দিপু ব্রিক ফিল্ডের মালিক আনসার গং। এলাকাবাসী বাঁধা দেওয়া সত্ত্বেও কোন কর্ণপাত করছেন না আনসারগং।
জানা যায়, বিআইডবিøউটিএ অনুমোদন না নিয়েই ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছেন ইটভাটার মালিক আনসার। এলাকাবাসী শওকত আলী চেয়ারম্যান কে জানালেও আনসার চেয়ারম্যানের নিষেধ তোয়াক্কা না করেই বহাল তবিয়তে মাটি কাটা অব্যাহত রেখেছে। আনসার এর আগে সরকারি রাস্তা দখল করে নিজ ইটভাটায় গাড়ি চলাচলের জন্য উক্ত রাস্তা দখল করে আছে। আনসার স্থানীয় হওয়ায় ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না।
কেননা আনসার গং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শওকত আলী কথাও মানেন না।
সচেতন এলাকাবাসীর দাবি অবিলম্বে আনসারগংদের মাটিকাটা বন্ধ না করা হলে ভবিষ্যতে গ্রামটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।
তাই মাটি কাটা বন্ধ ও আনসার গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিকট জোর দাবি জানান সচেতন মহল।
এ ব্যাপারে আনসার আলী মুঠোফোনে জানান, আমার ইটভাটার জন্য বর্ষা মওসুমেই বরিশাল থেকে বাল্কহেডের মাধ্যমে নিয়ে আসি। নদীর পাড়ে একটু চর জেগেছিলো এবং নদীর পাড় দিয়ে চলাচলে একটু কঠিন হওয়ায় সে কারনে দুইদিন নদী থেকে মাটি কেটে নদীরপাড়টি ঠিক করা হয়েছিলো। স্থানীয়রা বাধা দেয়ায় আমি মাটি কাটা বন্ধ করে দেই। তাছাড়া নদীতে যে মাটি রয়েছে তা দিয়ে তো ইট বানানো যাবেনা কারন সেখানে বেলে মাটি আর ইট বানাতে প্রয়োজন হয় এটেল মাটির। আমি হজ¦ থেকে আসার পর শরীরটা অসুস্থ হওয়ার কারনে ইটভাটায় আমার তেমন যাওয়া পড়েনা। ছেলেরাই তা দেখভাল করে থাকে।
এ বিষয়ে বক্তাবলী ইউপি চেয়ারম্যান হাজী এম.শওকত আলী জানান,এ বিষয়ে আমি কিছুই জানিনা। নদীর মাটি হলো সরকারের আর নদীর পাশে জমির হলো মালিকানা সম্পত্তি। আরেকজনের জমির উপর তো সে নিজে রাস্তা বানাতে পারেনা। প্রয়োজনে আমাদেরকে জানালে আমরা সকলের সাথে কথা বলেই ব্যবস্থা নিবো কি করা যায়।