বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক ইউনিয়ন(রেজিষ্ট্রেশন নং বি-১৬৬৫) বৃহত্তর পাগলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হাজী আবুল হোসেন একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয়ায় তাকে ফুলেল মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা ক্ষুদ্র ব্যবসায়ী হকার সমিতির নেতৃবৃন্দ।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক ইউনিয়ন কার্যালয়ের সামনে সভাপতি মো. নূর মোহাম্মদ, সহ-সভাপতি মো. সুলতান এবং সাধারণ সম্পাদক মো. বিল্লাল সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির ও পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম।
সভাপতি পদে একক প্রার্থী হিসেবে হাজী আবুল হোসেনের বিজয় নিশ্চিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে এ ফুলেল শুভেচ্ছা জানায় ফতুল্লা থানা ক্ষুদ্র ব্যবসায়ী হকার সমিতি নেতৃবৃন্দ।