পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাাবালী) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো.মুহিব্বুর রহমান ফের বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি ১১০ টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ৬০ হাজার ৮৫৬ টি । তার নিকটতম স্বতন্ত্র উপজেলা আওয়ামীলী সভাপতি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মো.মাহবুবুর রহমান তালুকদার ঈগল প্রতীক নিয়ে ৪৮ হাজার ৫৭৬ ভোট পেয়েছেন। এ আসনটিতে ২ লক্ষ ৯০ হাজার ৬ শ‘৬৮৮ জন ভোটারের বিপরীতে আওয়ামী লীগ, জাসদ, জাপা, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র সহ ছয়জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন।
অধ্যক্ষ মো.মুহিববুর রহমানের বিজয়ের বিষয়ে গত পাচ বছরে এলাকার মানুষ শান্তিপূর্ন সহাবস্থান করতে পেরেছেন বলে অধিকাংশ ভোটাররা তাদের অভিমত ব্যক্ত করেছেন।
উল্লেখ্য মুহিব্বুর রহমান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসারের আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ হাজার ২৮০ ভোটের ব্যাবধানে তিনি ফের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।