ফতুল্লার বক্তাবলীতে সন্ত্রাসী দাদন বাহিনীর হামলায় মৃত্যুর মুখে আওলাদ 

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর রাজাপুরে সন্ত্রাসী দাদন ও সালাউদ্দিন বাহিনীর হামলায় মৃত্যু পথযাত্রী আওলাদ হোসেন।

 

এ ব্যাপারে আওলাদ হোসেনের মেয়ে রুমা আক্তার বাদী হয়ৈ ফতুল্লা মডেল থানায় দাদন কে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে।

 

মামলার নাম্বার ৬৩, মামলাটি নিচে তুলে ধরা হলোঃ-

 

রুমা আক্তার পিতা আওলাদ হোসেন, স্বামী- ইলিয়াছ হোসেন, সাং পূর্ব চর রাজাপুর, বক্তাবলী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

 

থানায় হাজির হইয়া বিবাদী দাদন গাজী (৩৩), ২। সালাউদ্দিন (৩৫), উভয় পিতা- মৃত আঃ কাদির,সাং- কানাইনগর, বক্তাবলী, ৩। জাহাঙ্গীরর আলম দুলু (৩০), ৪। মাহবুব আলম সাগর (৩২), ৫। মেহেদী হাসান (২৭), সর্বপিতা- মৃত আবুল হোসেন, সর্বসাং- মুসলিমনগর, কাউয়াপাড়া, ৬। কবির (৩৫), ৭। নবি (৪০), উভয় পিতা- ফুলু, সর্বসাং- আকবর নগর,৮। হাছন আলী (৫০), ৯। শুকুর (৪৮), উভয় পিতা- সিরাজুল ইসলাম, উভয়সাং- আকবরনগর , ট্রলারঘাট, থানা- সিরাজদীখান, জেলা- মুন্সীগঞ্জ, ১০। রহিম (৫৫), পিতা- মৃত লতু, ১১। মামুন (৩৪)পিতা রহিম, ২। দেলোয়ার ওরফে দেলু (৫৫), পিতা- মৃত সৈয়দ, সর্ব সাং- আকবরনগর, ১৩। মোতালেব (৫৬), পিতা-জমির, সাং প্রতাবনগর, সিপাই পাড়া, ১৪। এমরান ওরফে ইমরান (২৮), পিতা- দেলোয়ার ওরফে দেলু, ১৫। মিলন (২৮), রহিম, উভয় সাং- আকবর নগর, ১৬। আবু তাহের (৪০), পিতা- আব্দুল কাদের, সাং- লক্ষিনগর, বক্তাবলী, ১৭। শরীফ (২৫), পিতা- আব্দুল মতিন, সাং- রামনগর, বিসমিল্লাহ মার্কেট, ১৮। কামাল ড্রাইভার (৪৫), পিতা- অজ্ঞাত, সং- ক্স মুসলিমনগর, এতিম খানা বাজার, সর্ব থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ গনের বিরুদ্ধে লিখিতভাবে এজাহার দায়ের করে আবেদন করিতেছি যে, আমার পিতা আওলাদ হোসেন (৬০), পিতা- মৃত বারেক মুন্সী, সাং- পূর্ব চর রাজাপুর বক্তাবলী, ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর সামসুল আলমের মোড়ে কাচা মালের দোকান দিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। ব্যবসায়ীক সুবাধে ৩ হইতে ৫নং বিবাদী বিবাদীগন সহ তাহাদের মাতা মোর্শেদা বেগম আমার পিতার পূর্ব পরিচিত। বিগত ০৮/১০ বছর পূর্বে ৩নং হইতে ৫নং বিবাদীগনের মাতা মোর্শেদা বেগম ব্রাক ব্যাংক ফতুল্লা শাখা হইতে ১০ লক্ষ টাকা ঋন উত্তোলন করে, যাহাতে আমার পিতা সরল বিশ্বাসে সাক্ষী হয়। পরবর্তীতে অনুল্লেখিত ৩নং হইতে ৫নং বিবাদীগন মাতা মোর্শেদা বেগম ব্রাংক ব্যাংকের উত্তোলনকৃত লোনের টাকা। ঠিকভাবে ভাবে পরিশোধ না করায় এবং ঋনের টাকা বকেয়া থাকায় ব্যাংক কর্তৃপক্ষ আমার পিতা স্বাক্ষী হওয়ায় তাহারা বিভিন্ন সময় আমার পিতাকে ঋণের টাকার জন্য চাপ সৃষ্টি করিতে থাকে। আমার পিতা উল্লেখিত ৩নং হইতে ৫নং বিবাদীগনের মাতা মোর্শেদা বেগমকে ঋণের টাকা পরিশোধ করার জন্য একাধিকবার অনুরোধ করে এবং একপর্যায়ে মোশেদ বেগমের সাথে আমার পিতার কথা অটাকাটি হয়, যাহাকে কেন্দ্র করিয়া ইং ২৮/১২/২০২৩ তারিখে রাত্র আনুমানিক ১১ ঘটিকার সময় আমার পিতা তাহার কাঁচা মালের দোকান বন্ধ করিয়া পায়ে হাটিয়া বাসার আসার সময় রাত্র ১১:৩০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর সাকিনস্থ সুমন এর খালি বালুর মাঠের পিছনে ফাঁকা জায়গায় পৌছালে উল্লেখিত বিবাদীগন পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় ঢাসা, বাঁশ, লোহার রড ও ধারালো ছোড়া, চাকু, চাপাতি অস্ত্র শাস্ত্রে সজ্জ্বিত হইয়া উৎ পাতিয়া থাকাবস্থায় আমার পিতাকে দেখিতে পাইয়া বে-আইনী জনতাবন্ধে আমার পিতার পথরোধ করিয়া অর্তকিত ভাবে এলোপাতারি মারধর করিতে থাকে, ঐ সময় ১২নং বিবাদীর সহযোগিতায় ১০নং বিবাদী রশি দ্বারা আমার পিতার গলা চাপিয়া ধরিয়া শ্বাস রোধ করিয়া চেষ্টা করে, যাহাতে আমার পিতা বিবাদীদ্বয়কে ধাক্কা দিলে তাহারা ব্যর্থ হইলে উল্লেখিত অন্যান্য বিবাদীগন আমার পিতাকে ধারালো ছোড়া দ্বারা এলোপাতারি কোপ দিয়া শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত জখম করে। এবং সহযোগিতায় ৩নং ও ১৬নং বিবাদী তাহাদের হাতে থাকা চাকু দ্বারা আমার পিতার কোমড়ের নিচে দুই রাণের দুই পাশে কোপ দিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে, ১নং বিবাদী ও ৭নং বিবাদীদ্বয় তাহাদের হাতে থাকা চাপাতি ধারা আমার পিতার বাম হাতের কব্জি ও হাতের তালুতে কোপ দিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে, একপর্যায়ে তাদের সাথে থাকা গামছা দিয়া আমার পিতার দুই পা বেধে ফেলে এবং বিবাদীগন আমার – পিতার মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে ৬নং বিবাদী আমার পিতার হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা ছোড়া দ্বারা আমার পিতার পিঠে কোপ মারে এবং ১নং বিবাদী ছোড়া দ্বারা আমার পিতার বুকের নিচ হইতে পেটের নাভির পর্যনমশ কোপ দিয়া গভীরক্ষত বিশিষ্ট রক্তাক্ত জখম করে।।

 

আমার পিতার ডাক চিৎকার শুনিয়া স্থানীয় লোকজন আগাইয়া আসিলে আমার পিতাকে জানে মারিয়া ফেলিবে মর্মে দুমকি প্রদান করিয়া দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।

 

অতঃপর আমি সহ আমার আত্মীয় স্বজন ঘটনাস্থলে যাইয়া আমার পিতাকে গুরুত্বর রক্তাক্ত জখম অবস্থায় এবং বাম পায়ের রানে ১টি চাকু বিদ্ধ অবস্থায় দ্রæত চিকিৎসার জন্য নারায়নগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে জরুরী বিভাগে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক আমার পিতাকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে এবং বাম পায়ের রানে বিদ্ধ চাকু বাহির করে, পরবর্তীতে আমার পিতার শারীরিক অবস্থা আশংকা জনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া ভর্তি করি। বর্তমানে আমার পিতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন বাদী রুমা আক্তার।

সর্বশেষ সংবাদ



» সড়ক দুর্ঘটনায় আহত না.গঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুল হাসান বাবু

» মদ ও সিগারেট হাতে সমন্বয়ক পরিচয়ে ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই নারী

» ছাত্রদল ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে: উমামা ফাতেমা

» সুপারহিট তামান্নার সিনেমা সুপারফ্লপ

» ক্ষমতা চিরস্থায়ী করতেই সংস্কার চালাচ্ছে সরকার: জি এম কাদের

» ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

» নারায়ণগঞ্জ মহানগরীর আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ীর বিশ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

» ফতুল্লায় নতুন ষ্টেডিয়ামের পাশে ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

» অযোগ্য উপদেষ্টাদের অপসারণ করতে হবে : গণতান্ত্রিক বাম ঐক্য

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, খ্রিষ্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লার বক্তাবলীতে সন্ত্রাসী দাদন বাহিনীর হামলায় মৃত্যুর মুখে আওলাদ 

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর রাজাপুরে সন্ত্রাসী দাদন ও সালাউদ্দিন বাহিনীর হামলায় মৃত্যু পথযাত্রী আওলাদ হোসেন।

 

এ ব্যাপারে আওলাদ হোসেনের মেয়ে রুমা আক্তার বাদী হয়ৈ ফতুল্লা মডেল থানায় দাদন কে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে।

 

মামলার নাম্বার ৬৩, মামলাটি নিচে তুলে ধরা হলোঃ-

 

রুমা আক্তার পিতা আওলাদ হোসেন, স্বামী- ইলিয়াছ হোসেন, সাং পূর্ব চর রাজাপুর, বক্তাবলী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

 

থানায় হাজির হইয়া বিবাদী দাদন গাজী (৩৩), ২। সালাউদ্দিন (৩৫), উভয় পিতা- মৃত আঃ কাদির,সাং- কানাইনগর, বক্তাবলী, ৩। জাহাঙ্গীরর আলম দুলু (৩০), ৪। মাহবুব আলম সাগর (৩২), ৫। মেহেদী হাসান (২৭), সর্বপিতা- মৃত আবুল হোসেন, সর্বসাং- মুসলিমনগর, কাউয়াপাড়া, ৬। কবির (৩৫), ৭। নবি (৪০), উভয় পিতা- ফুলু, সর্বসাং- আকবর নগর,৮। হাছন আলী (৫০), ৯। শুকুর (৪৮), উভয় পিতা- সিরাজুল ইসলাম, উভয়সাং- আকবরনগর , ট্রলারঘাট, থানা- সিরাজদীখান, জেলা- মুন্সীগঞ্জ, ১০। রহিম (৫৫), পিতা- মৃত লতু, ১১। মামুন (৩৪)পিতা রহিম, ২। দেলোয়ার ওরফে দেলু (৫৫), পিতা- মৃত সৈয়দ, সর্ব সাং- আকবরনগর, ১৩। মোতালেব (৫৬), পিতা-জমির, সাং প্রতাবনগর, সিপাই পাড়া, ১৪। এমরান ওরফে ইমরান (২৮), পিতা- দেলোয়ার ওরফে দেলু, ১৫। মিলন (২৮), রহিম, উভয় সাং- আকবর নগর, ১৬। আবু তাহের (৪০), পিতা- আব্দুল কাদের, সাং- লক্ষিনগর, বক্তাবলী, ১৭। শরীফ (২৫), পিতা- আব্দুল মতিন, সাং- রামনগর, বিসমিল্লাহ মার্কেট, ১৮। কামাল ড্রাইভার (৪৫), পিতা- অজ্ঞাত, সং- ক্স মুসলিমনগর, এতিম খানা বাজার, সর্ব থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ গনের বিরুদ্ধে লিখিতভাবে এজাহার দায়ের করে আবেদন করিতেছি যে, আমার পিতা আওলাদ হোসেন (৬০), পিতা- মৃত বারেক মুন্সী, সাং- পূর্ব চর রাজাপুর বক্তাবলী, ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর সামসুল আলমের মোড়ে কাচা মালের দোকান দিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। ব্যবসায়ীক সুবাধে ৩ হইতে ৫নং বিবাদী বিবাদীগন সহ তাহাদের মাতা মোর্শেদা বেগম আমার পিতার পূর্ব পরিচিত। বিগত ০৮/১০ বছর পূর্বে ৩নং হইতে ৫নং বিবাদীগনের মাতা মোর্শেদা বেগম ব্রাক ব্যাংক ফতুল্লা শাখা হইতে ১০ লক্ষ টাকা ঋন উত্তোলন করে, যাহাতে আমার পিতা সরল বিশ্বাসে সাক্ষী হয়। পরবর্তীতে অনুল্লেখিত ৩নং হইতে ৫নং বিবাদীগন মাতা মোর্শেদা বেগম ব্রাংক ব্যাংকের উত্তোলনকৃত লোনের টাকা। ঠিকভাবে ভাবে পরিশোধ না করায় এবং ঋনের টাকা বকেয়া থাকায় ব্যাংক কর্তৃপক্ষ আমার পিতা স্বাক্ষী হওয়ায় তাহারা বিভিন্ন সময় আমার পিতাকে ঋণের টাকার জন্য চাপ সৃষ্টি করিতে থাকে। আমার পিতা উল্লেখিত ৩নং হইতে ৫নং বিবাদীগনের মাতা মোর্শেদা বেগমকে ঋণের টাকা পরিশোধ করার জন্য একাধিকবার অনুরোধ করে এবং একপর্যায়ে মোশেদ বেগমের সাথে আমার পিতার কথা অটাকাটি হয়, যাহাকে কেন্দ্র করিয়া ইং ২৮/১২/২০২৩ তারিখে রাত্র আনুমানিক ১১ ঘটিকার সময় আমার পিতা তাহার কাঁচা মালের দোকান বন্ধ করিয়া পায়ে হাটিয়া বাসার আসার সময় রাত্র ১১:৩০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর সাকিনস্থ সুমন এর খালি বালুর মাঠের পিছনে ফাঁকা জায়গায় পৌছালে উল্লেখিত বিবাদীগন পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় ঢাসা, বাঁশ, লোহার রড ও ধারালো ছোড়া, চাকু, চাপাতি অস্ত্র শাস্ত্রে সজ্জ্বিত হইয়া উৎ পাতিয়া থাকাবস্থায় আমার পিতাকে দেখিতে পাইয়া বে-আইনী জনতাবন্ধে আমার পিতার পথরোধ করিয়া অর্তকিত ভাবে এলোপাতারি মারধর করিতে থাকে, ঐ সময় ১২নং বিবাদীর সহযোগিতায় ১০নং বিবাদী রশি দ্বারা আমার পিতার গলা চাপিয়া ধরিয়া শ্বাস রোধ করিয়া চেষ্টা করে, যাহাতে আমার পিতা বিবাদীদ্বয়কে ধাক্কা দিলে তাহারা ব্যর্থ হইলে উল্লেখিত অন্যান্য বিবাদীগন আমার পিতাকে ধারালো ছোড়া দ্বারা এলোপাতারি কোপ দিয়া শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত জখম করে। এবং সহযোগিতায় ৩নং ও ১৬নং বিবাদী তাহাদের হাতে থাকা চাকু দ্বারা আমার পিতার কোমড়ের নিচে দুই রাণের দুই পাশে কোপ দিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে, ১নং বিবাদী ও ৭নং বিবাদীদ্বয় তাহাদের হাতে থাকা চাপাতি ধারা আমার পিতার বাম হাতের কব্জি ও হাতের তালুতে কোপ দিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে, একপর্যায়ে তাদের সাথে থাকা গামছা দিয়া আমার পিতার দুই পা বেধে ফেলে এবং বিবাদীগন আমার – পিতার মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে ৬নং বিবাদী আমার পিতার হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা ছোড়া দ্বারা আমার পিতার পিঠে কোপ মারে এবং ১নং বিবাদী ছোড়া দ্বারা আমার পিতার বুকের নিচ হইতে পেটের নাভির পর্যনমশ কোপ দিয়া গভীরক্ষত বিশিষ্ট রক্তাক্ত জখম করে।।

 

আমার পিতার ডাক চিৎকার শুনিয়া স্থানীয় লোকজন আগাইয়া আসিলে আমার পিতাকে জানে মারিয়া ফেলিবে মর্মে দুমকি প্রদান করিয়া দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।

 

অতঃপর আমি সহ আমার আত্মীয় স্বজন ঘটনাস্থলে যাইয়া আমার পিতাকে গুরুত্বর রক্তাক্ত জখম অবস্থায় এবং বাম পায়ের রানে ১টি চাকু বিদ্ধ অবস্থায় দ্রæত চিকিৎসার জন্য নারায়নগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে জরুরী বিভাগে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক আমার পিতাকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে এবং বাম পায়ের রানে বিদ্ধ চাকু বাহির করে, পরবর্তীতে আমার পিতার শারীরিক অবস্থা আশংকা জনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া ভর্তি করি। বর্তমানে আমার পিতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন বাদী রুমা আক্তার।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD