ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ মো.ফরিদ আহম্মেদ লিটন,ফতুল্লা থানা আওয়ামীলীগে কার্যকরী সদস্য মো.মোবারক হোসেন ও ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আলহাজ মো.রাসেল আহম্মেদ মাসুমের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনসভায় যোগদান করেছেন।
বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) দুপুর ১২টায় এক বিশাল মিছিল নিয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ মো.ফরিদ আহম্মেদ লিটন ও ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আলহাজ মো.রামেল আহম্মেদ মাসুমের নেতৃত্বে একেএম শামসুজ্জোহা ষ্টেডিয়ামের জনসভায় যোগদান করেন।
মিছিল পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্য ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ মো.ফরিদ আহম্মেদ লিটন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্যতম কর্ণধার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ যাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নৌকা প্রতিকে ভোট দিতে হবে। পাশাপাশি নারায়ণঞ্জ ৪ আসনের উন্নয়নের রুপকার সাংসদ শামীম ওসমানের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে তাকে নির্বাচিত করতে হবে।
মিছিল পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোঃ মোবারক হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত জননেতা এ কে এম শামীম ওসমানকে বিপুল ভোটে নির্বাচিত করা হবে। কেননা শামীম ওসমানের বিকল্প কোন ব্যক্তি আজো পর্যন্ত সৃষ্টি হয়নি। আমি প্রতিটি ভোটারকে অনুরোধ করবো আগামী ৭ জানুয়ারী সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকা প্রতিকে ভোট প্রদান করে শামীম ভাইকে জয়যুক্ত করবেন।
মিছিল পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্য ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আলহাজ মো.রাসেল আহম্মেদ মাসুম বলেন,আগামী ৭ই জানুয়ারি সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত নৌকা প্রতীকে ভোট দিয়ে একটানা চতুর্থ বারের মতো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আসিন করবো ইনশাআল্লাহ। ডিজিটাল বাংলাদেশের রুপকার এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনা নেই। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী ৭ জানুয়ারী বিপুল ভোটে সাংসদ শামীম ওসমানকে পুনরায় নির্বাচিত করে তুলবো ইনশাআল্লাহ।