দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেখ হাসিনার সর্বশেষ নির্বাচনী সমাবেশ উপলক্ষে আওয়ামীলীগের আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগ দেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দীন ও কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরু।
এ সময় বাদ্য-বাজনা বাজিয়ে নেচে-গেয়ে রংবেরঙের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও জাতীয় পতাকা হাতে উৎসবমুখোর ভাবে হাজী জসিম উদ্দিন ও মীর হোসেন মীরুর নেতৃত্বে হাজার হাজার নারী পুরুষ নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে সমাবেশস্থলের আশপাশ। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনে তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উচ্ছ্বসিত।
সমাবেশস্থলের আশপাশে মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। অনেকেই বাস, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে সমাবেশস্থলে এসেছেন। তাদের হাতে হাতে রয়েছে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড। একই সঙ্গে তারা দলীয় নানা স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলেছেন।
সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।