কাজি দেলোয়ার হোসেন যিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার জাতীয় পাটির সদস্য সচিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তার আরেক সহযোদ্ধা সালাউদ্দিন খোকা মোল্লাও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কিন্তু অজ্ঞাত কারনে তিনি পরবর্তীতে তা প্রত্যাহারও করেন। তবে কাজি দেলোয়ার হোসেন স্বতন্ত্র থেকেও নির্বাচন করার কথা থাকলেও তিনিও পরে চুপসে যান। এদিকে নিজে নির্বাচন থেকে অজ্ঞাত কারনে সরে গিয়ে তিনি এখন নিজেই নৌকার পক্ষে ভোট প্রার্থনায় নেমেছেন কাজি দেলোয়ার হোসেন। বুধবার ( ৩রা জানুয়ারী) দুপুরে ফতুল্লার আশপাশ এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে এমনই চিত্র দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক জাপা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানান,কাজি দেলোয়ার হোসেন মুলত একজন সুবিধাবাদী লোক। তিনি যেখানে সুবিধা পান সেখানেই ঝাপিয়ে পড়েন। তারা বলেন,যে ব্যক্তি নিজ দল হতে মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচন করার মনস্থির করেন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে কাগজপত্রের অভাবের কারনে তা বাদ হয় এবং পরবর্তীতে স্বতন্ত্র পদেও নির্বাচনের পরিকল্পনা করেন। তার নির্বাচনের অংশগ্রহন নিয়ে স্থানীয় নিউজ পোর্টাল ও গনমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। এমনকি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন কাজি দেলোয়ার হোসেন এরুপ সংবাদও প্রকাশিত হয়েছিলো। সে ব্যক্তি কিভাবে আবার নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। ২০১৮ সালে জাতীয় পার্টি মহাজোটের অধীনে নির্বাচন করলেও এবার কিন্তু জোটের বাহিরে থেকেই নির্বাচন করছে যা বিভিন্ন প্রচারনায় দলের চেয়ারম্যান জিএম কাদের বলছেন সেখানে তিনি কিভাবে এমন কান্ডজ্ঞানহীন কাজ করছেন। তারা আরও বলেন,তিনি জাপা নেতা। নারায়ণগঞ্জে তো সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতিকে নির্বাচন করছে কই সেখানে কাজি দেলোয়ার হোসেনকে দেখা যায়নি দলীয় প্রার্থীদের প্রচার-প্রচারনার কাজে। তবে কাজি দেলোয়ারের এরুপ দ্বিমুখী কাজে খোদ দলীয় নেতাকর্মীরাও দ্বিধাদন্দে রয়েছেন। কেউ কেউ আবার কাজি দেলোয়ার হোসেনকে গিরগিটির সাথেও তুলনা করছেন রাগে ও ক্ষোভে। কারন গিরগিটি যেমন মুহুর্তের মধ্যে গায়ের রং পাল্টায় ঠিক তিনি মুহুর্তের মধ্যে দল পরিবর্তন করতে কিংবা তার খোলস পরিবর্তন করতে দ্বিধাবোধ করেননা।
এ বিষয়ে জানতে জাপা নেতা কাজি দেলোয়ার হোসেন এর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১৫১২১৩@@) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।