নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন রামারবাগ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু আলতাফ মেম্বারকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশের এএসআই আতিকুর রহমানের প্রচেষ্টার ফলে দীর্ঘদিন যাবত পলাতক আলতাফ মেম্বার অবশেষে পুলিশের জালে বন্দী হয়।
জানা যায়, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে কয়েকবার নির্বাচন করে পরাজিত হয়।
সেই থেকে এলাকায় ফেল্টুস আলতাফ মেম্বার নামে পরিচয় লাভ করে। মেম্বার নির্বাচন করার পর হতে অন্যের জমি দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজিতে মেতে ওঠে। মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতার শেল্টার পেয়ে রামারবাগ এলাকার নীরিহ লোকদের জমিজমা দখল করে মোটা অংকের চাঁদা দাবি করতো।
তার মধ্যে একজন সদর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলামের জমি রয়েছে রামারবাগ এলাকায়। সেই জমি নিজের দাবী করে মোটা অংকের টাকা দাবী করে। বাধ্য হয়ে ডাক্তার জাহিদুল ইসলাম ফতুল্লা মডেল থানা ১৩/৯/২০২০ সালে আলতাফ মেম্বার ও তার স্ত্রীকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
সে মামলায় আদালত কর্তৃক ওয়ারেন্ট জারি হলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সোয়া তিন বছর দিব্যে ঘুরে বেড়ায়। অবশেষে ৩ জানুয়ারি বুধবার সকালে মডেল থানার এএসআই আতিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাসা হতে আটক করে মডেল থানা নিয়ে আসে। আলতাফ মেম্বার এর বিরুদ্ধে আরেকটি মামলায় ছয় মাসের সাজা রয়েছে বলে জানান ফতুল্লা থানা পুলিশ।
এএসআই আতিক বলেন,আলতাফ মেম্বারকে জেলহাজতে প্রেরণ করা হবে।