বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির ২০২৪ সালের ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব কামরুল আহসান ১ জানুয়ারি ২০২৪ সকাল ১০ টায় রেলভবনে তিনি ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রেলওয়ে পোষ্য সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মল্লিক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক লিমন সরকার, অর্থ সম্পাদক সোহেল হোসেন সাবু সহ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রেলওয়ে মহাপরিচালক কর্তৃক উদ্বোধনের পরে রেল ভবনের সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে নতুন বছরের প্রথম দিনই ক্যালেন্ডার বিতরণ করা হয়। এসময় রেলভবনে আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে রেলওয়ের সকল বিভাগ ও জেলায়ও রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে শ্রমিক-কর্মচারীদের মাঝে ক্যালেন্ডার বিতরণ করা।